শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

শেষ সম্বল গরু চুরি হওয়ায় দিশেহারা দরিদ্র আরিফ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মৃত মতিয়ার মন্ডলের ছেলে হতদরিদ্র মোঃ আরিফ মন্ডলের একমাত্র শেষ সম্বল বলতে অবশিষ্ট থাকা গরুটি শনিবার ( ১ অক্টোবর) দিবাগত রাতে চুরি হয়ে গেছে। আর এতে মানসিকভাবে ভেঙ্গে পড়েছে সে।
ভুক্তভোগী আরিফ জানান, জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর শেখপাড়ার জব্বার মোল্লার ছেলে নাদের মোল্লা ও মোজাহার মোল্লার ছেলে জামাল মোল্লা গতকাল শনিবার দুপুর ১টার দিকে আরিফের বাড়ীতে গিয়ে তার দুই বছর বয়সী লাল রংয়ের বকনা গরুটি বিক্রির জন্য বলে। আরিফ গরুটির দাম ৬৫ হাজার টাকা চাইলে.. নাদের ও জামাল ৫৫ হাজার টাকা দাম বলে। দামে বনি-বনা না হওয়ায় কথিত গরু ব‍্যবসায়ী নাদের ও জামাল চলে যায়। এরপর সন্ধ‍্যায় গরুর খাবার খাইয়ে গোয়ালে তুলে রাখেন আরিফ। শনিবার রাত সাড়ে ১২ টার দিকে গোয়াল ঘরে গিয়ে দেখেন তার শেষ সম্বল গরুটি গোয়ালে নাই। গরু চুরি হওয়ায় মানসিক ভাবে ভেঙ্গে পড়েন তিনি। সকালে নাদের ও জামালের বাড়ীতে খোঁজ নিয়ে জানা যায় জামাল এলাকায় থাকলেও নাদেরের সন্ধান নেই। আজ সকালে আশপাশের এলাকাগুলোতে অনেক খোঁজাখুঁজি করে গরুটি না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন আরিফ।
চুরির ঘটনাটি ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মদ আলী মাস্টারকে অবহিত করেছেন ভুক্তভোগী।
বার্তা/এন

রাজনীতিতে নাম লেখাতে যাচ্ছেন সানিয়া মির্জা

শেষ সম্বল গরু চুরি হওয়ায় দিশেহারা দরিদ্র আরিফ

প্রকাশের সময় : ০৯:৪৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২
রাজবাড়ীর বালিয়াকান্দিতে মৃত মতিয়ার মন্ডলের ছেলে হতদরিদ্র মোঃ আরিফ মন্ডলের একমাত্র শেষ সম্বল বলতে অবশিষ্ট থাকা গরুটি শনিবার ( ১ অক্টোবর) দিবাগত রাতে চুরি হয়ে গেছে। আর এতে মানসিকভাবে ভেঙ্গে পড়েছে সে।
ভুক্তভোগী আরিফ জানান, জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর শেখপাড়ার জব্বার মোল্লার ছেলে নাদের মোল্লা ও মোজাহার মোল্লার ছেলে জামাল মোল্লা গতকাল শনিবার দুপুর ১টার দিকে আরিফের বাড়ীতে গিয়ে তার দুই বছর বয়সী লাল রংয়ের বকনা গরুটি বিক্রির জন্য বলে। আরিফ গরুটির দাম ৬৫ হাজার টাকা চাইলে.. নাদের ও জামাল ৫৫ হাজার টাকা দাম বলে। দামে বনি-বনা না হওয়ায় কথিত গরু ব‍্যবসায়ী নাদের ও জামাল চলে যায়। এরপর সন্ধ‍্যায় গরুর খাবার খাইয়ে গোয়ালে তুলে রাখেন আরিফ। শনিবার রাত সাড়ে ১২ টার দিকে গোয়াল ঘরে গিয়ে দেখেন তার শেষ সম্বল গরুটি গোয়ালে নাই। গরু চুরি হওয়ায় মানসিক ভাবে ভেঙ্গে পড়েন তিনি। সকালে নাদের ও জামালের বাড়ীতে খোঁজ নিয়ে জানা যায় জামাল এলাকায় থাকলেও নাদেরের সন্ধান নেই। আজ সকালে আশপাশের এলাকাগুলোতে অনেক খোঁজাখুঁজি করে গরুটি না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন আরিফ।
চুরির ঘটনাটি ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মদ আলী মাস্টারকে অবহিত করেছেন ভুক্তভোগী।
বার্তা/এন