Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১রবিবার , ২ অক্টোবর ২০২২
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

উল্লাপাড়া প্রাথমিক শিক্ষক সমিতির ঘর নেই, আছে শুধু মেঝে

সাহারুল হক সাচ্চু , উল্লাপাড়া ( সিরাজগঞ্জ ) 
অক্টোবর ২, ২০২২ ১০:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির নিজস্ব জায়গায় এখন আর ঘর নেই৷ প্রায় বিশ কোটি টাকার জমি সম্পত্তিতে এক সময় সংগঠনটির নিজস্ব ঘর ছিলো৷ প্রায় ৫৫ বছর বয়সী সংগঠনের জায়গায় এখন পাকা মেঝে ভিটে ছাড়া আর কিছুই নেই৷
উল্লাপাড়া উপজেলা সদরের জয়দেব সড়কের প্রাথমিক শিক্ষক সমিতির নিজস্ব জায়গার পরিমাণ ২৩ শতক বলে জানা গেছে৷ এ জায়গার এখনকার বাজার দাম প্রায় বিশ কোটি হবে বলে বিভিন্ন সুত্রে হিসেব মেলে৷ বিগত ১৯৬৭ সালে এ সমিতি গঠন হয়েছে৷ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ এ সমিতির সদস্য বলে জানা গেছে৷ এখন সমিতির সদস্য সংখ্যা প্রায় সাড়ে ১৫ শ জন বলে জানা গেছে৷
এক সময় সমিতির নিজস্ব জায়গায় বিশাল এলাকা জুড়ে টিনের বেড়া ও ছাউনিতে একাধিক ঘর ছিলো৷ সমিতির সাংগঠনিক যাবতীয় কার্যক্রম এখানেই হতো৷ প্রায় বছর ছয়েক আগে সমিতির পুরানো ঘরগুলো মেরামত না করায় ভেঙ্গে গেছে ৷ এখন পাকা মেঝে ভিটে ছাড়া ঘরের কিছুই নেই৷ এদিকে সমিতির মূল জায়গার বেশ অংশ দিনে দিনে ভেঙ্গে পেছনের খালের সাথে যোগ হয়েছে৷
সমিতির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম ফিলিপস বলেন সমিতির নিজস্ব জায়গা ঘিরে তাদের উন্নয়ন পরিকল্পনা আছে৷ সমিতির সাংগঠনিক মিটিং আলোচনা সভা বিভিন্ন জায়গায় করা হয়ে থাকে ৷
সমিতির সভাপতি ফরিদ উদ্দীন বলেন সমিতির এ জায়গা ঘিরে উন্নয়ন পরিকল্পনায় এরই মধ্যে প্লান করা হয়েছে ৷ নিচতলায় মার্কেট করে ভাড়া নেওয়া এবং দোতলায় তাদের হলরুমসহ সমিতির কার্যালয় থাকবে৷

বার্তা/এন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
 
%d bloggers like this: