শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে দেশীয় মদসহ গ্রেপ্তার ৩

রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে দেশী মদসহ ৩জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশ সদস্যরা।
গ্রেপ্তারকৃতরা হলো, গোয়ালন্দ উপজেলার মেছের মাতুব্বর পাড়া (পৌরসভা ৬নং ওয়ার্ড) এলাকার মৃত হাকিম আলী শেখের ছেলে শহর আলী শেখ (৩৫), -দক্ষিন দৌলতদিয়া (সৈদাল পাড়া ৭নং ওয়ার্ডের) হাশেম সরদারের ছেলে লিটন সরদার(৩২), জিতু মাতাব্বর পাড়া, (দৌলতদিয়া, ৮নং ওয়ার্ড) মৃত নূরুদ্দিন খাঁর ছেলে কামাল খাঁ(৪০)।
মঙ্গলবার (৪ অক্টোবর) পৌনে ২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এএসআই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ নিয়ে গোয়ালন্দ ঘাট থানার বিন্দুপাড়া গ্রামের পদ্মার মোড় সংলগ্ন ব্রীজের উত্তরে স্পীড ব্রেকারের পশ্চিম পাশে রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। অভিযানে ৪৪ লিটার দেশীয় বাংলা মদসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ডিবির ওসি প্রাণ বন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, গ্রেপ্তারকৃত শহর আলী শেখের বিরুদ্ধে ২টি মাদক মামলা এবং লিটন সরদারের বিরুদ্ধে ১টি মামলা আদালতে বিচারাধীন আছে। দেশী তৈরী বাংলা মদসহ গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে গোয়ালন্দ ঘাট থানায় সোর্পদ করা হয়েছে।
বার্তা/এন

গোয়ালন্দে দেশীয় মদসহ গ্রেপ্তার ৩

প্রকাশের সময় : ০৬:১৫:০৯ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২
রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে দেশী মদসহ ৩জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশ সদস্যরা।
গ্রেপ্তারকৃতরা হলো, গোয়ালন্দ উপজেলার মেছের মাতুব্বর পাড়া (পৌরসভা ৬নং ওয়ার্ড) এলাকার মৃত হাকিম আলী শেখের ছেলে শহর আলী শেখ (৩৫), -দক্ষিন দৌলতদিয়া (সৈদাল পাড়া ৭নং ওয়ার্ডের) হাশেম সরদারের ছেলে লিটন সরদার(৩২), জিতু মাতাব্বর পাড়া, (দৌলতদিয়া, ৮নং ওয়ার্ড) মৃত নূরুদ্দিন খাঁর ছেলে কামাল খাঁ(৪০)।
মঙ্গলবার (৪ অক্টোবর) পৌনে ২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এএসআই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ নিয়ে গোয়ালন্দ ঘাট থানার বিন্দুপাড়া গ্রামের পদ্মার মোড় সংলগ্ন ব্রীজের উত্তরে স্পীড ব্রেকারের পশ্চিম পাশে রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। অভিযানে ৪৪ লিটার দেশীয় বাংলা মদসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ডিবির ওসি প্রাণ বন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, গ্রেপ্তারকৃত শহর আলী শেখের বিরুদ্ধে ২টি মাদক মামলা এবং লিটন সরদারের বিরুদ্ধে ১টি মামলা আদালতে বিচারাধীন আছে। দেশী তৈরী বাংলা মদসহ গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে গোয়ালন্দ ঘাট থানায় সোর্পদ করা হয়েছে।
বার্তা/এন