প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২৫, ৫:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৭, ২০২২, ৯:০৬ পি.এম
দুধ দিয়ে গোসল করে রাজনীতিকে বিদায় জানালেন ছাত্রলীগ নেতা

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগ কমিটিতে কাঙ্খিত পদ না পেয়ে দুধ দিয়ে গোসল করে ক্ষোভ আর অভিমানে রাজনীতিকে চিরতরে বিদায় জানিয়েছেন এক ছাত্রলীগ নেতা। ঘটনাটি ঘটেছে জেলার পাকুন্দিয়া উপজেলায়। ছাত্রলীগ নেতা এমন কাণ্ডে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে জেলার রাজনৈতিক মহলে।
পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগ নেতা আরমিন আহমেদ বৃহস্পতিবার (০৬ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে দুধ দিয়ে গোসল করার ভিডিও পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিজের আইডিতে।
জানা গেছে, দীর্ঘ একযুগ পর গত বুধবার (০৫ অক্টোবর) ১৯ সদস্যের পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। জেলা ছাত্রলীগ সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন এবং সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খান স্বাক্ষরিত এই ছাত্রলীগের কমিটিতে আরমিন আহমেদকে সিনিয়র সহ-সভাপতি করা হয়। এদিকে সদ্য অনুমোদনকৃত উপজেলা ছাত্রলীগ কমিটি নিয়ে ফেসবুকে পক্ষে-বিপক্ষে চলছে কাদা ছোড়াছড়ি। এছাড়াও গত বৃহস্পতিবার পাকুন্দিয়া উপজেলা সদরে পদবঞ্চিত অপর একটি অংশের নেতা-কর্মীরা এ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করে।
পাকুন্দিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরমিন আহমেদ তার ফেসবুকে আইডিতে আপলোড করা ভিডিও পোস্টে লিখেন, "১২ বছর ছাত্রলীগ থেকে আমার অর্জন ৭ মামলার আসামি, গত ১ বছর পুলিশের হয়রানি। বিদায় বেলায় পেশাগত জীবনে পঙ্গু, শূন্য পকেটে দুধ দিয়ে গোসলের মাধ্যমে রাজনীতি থেকে বিদায় নিলাম। ছাত্রদল থেকে আগত, বিএনপি থেকে আগত কারো কাছে আত্মসমর্পণের চেয়ে বিদায় নেওয়া বেটার সিদ্ধান্ত। রাজনীতিটা বুক দিয়ে নয়, আবেগ দিয়ে করেছি। আবেগে ভেজালের স্থান নেই। ভালো থাকবেন প্রাণের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। প্রকৃতি কাউকে খালি হাতে ফেরায় না, প্রকৃতি সঠিক সময়ে ফিরিয়ে দেয় দিবে, অপেক্ষায় থাকলাম।"
এ বিষয়ে আরমিন আহমেদ জানান, আমি অনেক কষ্ট ও ত্যাগ স্বীকার করে সংগঠন করেছি। কমিটিতে বয়সের কারণে সিনিয়র ৩ জনকে বাদ দেওয়া হয়েছে। জুনিয়র তিনজনের মধ্যে আমি সিনিয়র। ০৫ বছর আগে থেকেই আমাকে সাধারণ সম্পাদক করা হবে বলে আশ্বাস দেয়া হয়। তিনজন বয়সে সিনিয়র হওয়ার কারণে বাদ পরায় আমাকে সভাপতি করার কথা ছিল। কিন্তু জেলা কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদক কথা রাখেনি। জননেত্রী শেখ হাসিনাকে আমি মনপ্রাণ থেকে ভালবাসি। কিন্তু অনুপ্রবেশকারী জামায়াত-বিএনপির সাথে রাজনীতি করা তো সম্ভব নয়। তাই নিজেকে কলঙ্কমুক্ত করতেই দূধ দিয়ে গোসল করার মাধ্যমে রাজনীতি থেকে বিদায় নিলাম।
এ ব্যাপারে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন জানান, উপমহাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। মনপ্রাণে যারা ছাত্রলীগকে ভালোবাসে ও সক্রিয়ভাবে ছাত্রলীগের রাজনীতি করেন তাদের নিয়েই উপজেলা কমিটি গঠিত হয়েছে। সবাইকে তো কাঙ্খিত পদ দেওয়া সম্ভব হবে না।ফলে একটি অংশের মাঝে পদ-পদবী নিয়ে অভিমান থাকবেই। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি দেখেছেন উল্লেখ করে জানান, আরমিন আহমেদের এই কর্মকাণ্ড একান্তই তার ব্যক্তিগত বিষয় বলেও মন্তব্য করেন তিনি।
বার্তা/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho