বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

জাল সনদ তৈরির অভিযোগে কামরাঙ্গীরচরে আটক ১

রাজধানীর কামরাঙ্গীরচরে জালিয়াতির মাধ্যমে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এবং বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সনদ তৈরির  অভিযোগে মোঃ আব্দুর রহমান (৩৪) নামের একজনকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১০।
শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১০ কোম্পানি কমান্ডার এএসপি এনায়েত কবির সোয়েব।
র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাতে ঢাকার কামরাঙ্গীরচরে অভিযান চালিয়ে  আব্দুর রহমানকে জাল সনদ ও জাল সনদ তৈরীর সরঞ্জামাদিসহ আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ১টি ভূয়া এসএসসি সার্টিফিকেট, ৩টি ভূয়া জন্ম সনদ, ১টি ভূয়া এন আই ডি কার্ড, ১টি কম্পিউটার হার্ডডিক্স, ১টি সিপিইউ, ১টি মনিটর, ১টি প্রিন্টার, ১টি কী-বোর্ড, ১টি মাউস ও ৫টি পাওয়ার ক্যাবল উদ্ধার করা হয়।
র‍্যাব আরও জানায়, আটককৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে সে টাকার বিনিময়ে বিভিন্ন জাল সনদপত্র, জাল ভোটার আইডি কার্ড, জাল প্রশাংসাপত্রসহ বিভিন্ন ধরনের জাল দলিল ও সনদপত্রাদি তৈরী করে ব্যবসার আড়ালে জালিয়াতি কর্মকান্ড চালিয়ে আসছিল।তার বিরুদ্ধে মামলা রুজু করে কামরাঙ্গীরচর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
বার্তা/এন

জাল সনদ তৈরির অভিযোগে কামরাঙ্গীরচরে আটক ১

প্রকাশের সময় : ১০:২৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২
রাজধানীর কামরাঙ্গীরচরে জালিয়াতির মাধ্যমে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এবং বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সনদ তৈরির  অভিযোগে মোঃ আব্দুর রহমান (৩৪) নামের একজনকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১০।
শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১০ কোম্পানি কমান্ডার এএসপি এনায়েত কবির সোয়েব।
র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাতে ঢাকার কামরাঙ্গীরচরে অভিযান চালিয়ে  আব্দুর রহমানকে জাল সনদ ও জাল সনদ তৈরীর সরঞ্জামাদিসহ আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ১টি ভূয়া এসএসসি সার্টিফিকেট, ৩টি ভূয়া জন্ম সনদ, ১টি ভূয়া এন আই ডি কার্ড, ১টি কম্পিউটার হার্ডডিক্স, ১টি সিপিইউ, ১টি মনিটর, ১টি প্রিন্টার, ১টি কী-বোর্ড, ১টি মাউস ও ৫টি পাওয়ার ক্যাবল উদ্ধার করা হয়।
র‍্যাব আরও জানায়, আটককৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে সে টাকার বিনিময়ে বিভিন্ন জাল সনদপত্র, জাল ভোটার আইডি কার্ড, জাল প্রশাংসাপত্রসহ বিভিন্ন ধরনের জাল দলিল ও সনদপত্রাদি তৈরী করে ব্যবসার আড়ালে জালিয়াতি কর্মকান্ড চালিয়ে আসছিল।তার বিরুদ্ধে মামলা রুজু করে কামরাঙ্গীরচর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
বার্তা/এন