
লোডশেডিং যে শুধু মানুষকে বিভ্রান্তিতে ফেলে তা নয়।লোডশেডিং হলে শহরাঞ্চলে বিদ্যুতের অবস্থা কিছুটা ভালো হলেও গ্রামাঞ্চলের বাসিন্দাদের অভিযোগ, বিদ্যুৎ একবার গেলে আর যেন আসতে চায় না। শহর থেকে গ্রাম সর্বত্রই বিদ্যুৎ সংকট। তবে জানলে অবাক হবেন লোডশেডিংয়ে আছে বেশ কিছু উপকারিতা।
বিদ্যুৎ এবং প্রযুক্তি আমাদেরকে এতটাই ব্যস্ত রাখে যে আমরা সৃজনশীল কাজে মনোনিবেশ করার সুযোগ পাই না। তাই লোডশেডিংয়ের সময় চাইলে নিজেকে সৃজনশীল কাজে মনোনিবেশ করা যাবে।
লোডশেডিং অনেক রাত পর্যন্ত জেগে থাকার প্রবণতাকে কমিয়ে সুস্থতা ফিরিয়ে নিয়ে আসবে।
বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় অথবা অনেকক্ষণ বিদ্যুৎ না থাকায় পাওয়ার খরচ কম হবে; যার জন্য বিদ্যুৎ বিল কম আসবে।
গরমের সময় লোডশেডিংয়ের জন্য শরীরও ঘামে, যার জন্য ক্যালরি ক্ষয় হয়। এর ফলে আপনার শরীর সুস্থ থাকবে।
লোডশেডিং হলে মানুষ লিফটের ব্যবহার কমিয়ে সিঁড়ির ব্যবহার করবে; যা শরীরের জন্য উপকারী।
বিদ্যুৎ না থাকলে অনেক বাসায় ইনডোর গেমের আয়োজন করা হয়; যার জন্য সময়টাও হাসি-খুশিতে কাটবে এবং খেলাধুলার অভ্যাস হয়ে যাবে।
লোডশেডিংয়ের জন্য পারিবারিক বন্ধন মজবুত হবে। লোডশেডিংয়ে পরিবারের সবার সঙ্গে সখ্যতা বাড়ানো যায়। এতে পারিবারিক বন্ধন অটুট হয়।
যাদের পোষা প্রাণী রয়েছে, তারা লোডশেডিংয়ে প্রাণীটিকেও একটু সময় দিন। কথা বলুন, খেলুন, সময় কাটান। সারাদিন একা থাকলে পোষা প্রাণীও নিস্তেজ হয়ে যায়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho