
যশোরে অভিযান চালিয়ে প্রায় ৩ টন নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের পোনা জব্দ করেছে র্যাব সদস্যরা।
জব্দকৃত মাছের পোনার মালিক যশোরের চাঁচড়া ডালমিল এলাকার জয়নাল আবেদীন (৪৩) ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাগীব গ্রামের রিপন হোসেন (৪৫)। এসময় তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ সোমবার (১১ অক্টোবর) ভোর রাতে যশোর সদরের চাচড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
যশোর র্যাব-৬ এর কমান্ডিং অফিসার লেঃ কমান্ডার এম নাজিউর রহমান জানান, গোপন খবরে তারা জানতে পারে, আফ্রিকান মাগুর মাছের পোনার একটি বড় চালান বাজারজাতকরণের উদ্দেশ্যে যশোর সদরের চাচড়া এলাকায় অবস্থান করছে। এমন ধরনের গোপন খবরে সেখানে অভিযান চালিয়ে দুই ট্রাক নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের পোনা জব্দ করা হয়।
জব্দকৃত পোনা মাছের বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা।
যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাস ও সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত মাছের পোনাগুলো ধ্বংস করা হয়।
বার্তাকণ্ঠ/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho