প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৬, ২:২২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২২, ৬:০৬ পি.এম
জেলা পরিষদ নির্বাচনে আলোচনায় প্রার্থী মৌসুমী

আগামী ১৭ (অক্টোবর) জয়পুরহাট জেলা পরিষদের নির্বাচনে ২ নং সংরক্ষিত আসনের কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুরে, মহিলা সদস্য পদে হরিণ মার্কা নিয়ে আলোচনায় আয়েশা সিদ্দিকা মৌসুমী। তিনি আক্কেলপুর উপজেলার স্টেশন রোড় এলাকার স্থায়ী বাসিন্দা।
জানা গেছে, আগামী ১৭ (অক্টোবর) অনুষ্ঠিত হবে জেলা পরিষদ নির্বাচন। উক্ত নির্বাচনকে সামনে রেখে সংরক্ষিত মহিলা সদস্য পদে আয়েশা সিদ্দিকা মৌসুমী, হরিণ মার্কা প্রতীক নিয়ে সম্প্রতি তার নির্বাচনী এলাকা ০২ নং ওয়ার্ড কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলায় দিনরাত সময় দিয়ে ভোটারদের দারে দারে গিয়ে ভোট প্রার্থনা, দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করে চলছেন। ইতিমধ্যে তার প্রচার-প্রচারণা এলাকায় ব্যাপক সারা তুলেছে।
জেলা পরিষদের নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী আয়েশা সিদ্দিকা মৌসুমী, আক্কেলপুর উপজেলা যুব মহিলা লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত। গরীব অসহায় মানুষের পাশে থেকে আর্থিক ভাবে সহযোগীতা করেও আসছেন দীর্ঘদিন ধরে।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পরিষদ নির্বাচনের কয়েকজন স্থানীয় ভোটার জানান, এবার জেলা পরিষদের নির্বাচনে তরুণ প্রজন্মের মধ্যে মৌসুমী একজন অন্যতম প্রার্থী। তিনি অত্যন্ত বিনয়ী প্রকৃতির মানুষ, নির্বাচনে আমরা তার হরিণ মার্কা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবো। তাছাড়া একজন জনপ্রতিনিধি হওয়ায় মতো সকল যোগ্যতাই তার মধ্যে রয়েছে।
জেলা পরিষদ নির্বাচনের সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী আয়েশা সিদ্দিকা মৌসুমী বলেন, আমি আমার নির্বাচনী এলাকার মানুষের সেবা করার প্রতিজ্ঞা নিয়ে নির্বাচনের মাঠে নেমেছি। আমার নির্বাচনী এলাকাকে একটি মডেল এলাকা হিসেবে পরিণত করা আমার মূল লক্ষ্য। আমি আশাবাদী এবং আমার নির্বাচনী এলাকার ভোটারদের প্রতি দৃঢ় বিশ্বাস যে, সকল ভোটারগণ তাদের মূল্যবান ভোটটি আমাকে দিয়ে এলাকার উন্নয়ন মূলক কাজ করার সুযোগ দিবেন। আমার স্বপ্ন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করবার। আমি জননেত্রী শেখ হাসিনার একজন সাধারন কর্মী হিসেবে আমার এলাকার উন্নয়নের অংশীদার হতে চাই। আগামী ১৭ অক্টোবর জয়পুরহাট জেলা পরিষদ নির্বাচনে আমি কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর ০২ নং আসনে মহিলা সদস্য পদপ্রার্থী এবং আমার প্রতীক হরিণ মার্কা। নির্বাচনে জয়যুক্ত হওয়ার জন্য আমার নির্বাচনী এলাকার সকল ভোটারদের নিকট আমার হরিণ মার্কায় ভোট প্রার্থনা করছি সেই সাথে সকল ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের নিকট দোয়া ও আশীর্বাদ কামনা করছি।
জেলা পরিষদের নির্বাচনে ২ নং আসনের কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান সহ প্রতিটি উপজেলার ইউনিয়ন পরিষদগুলোর চেয়ারম্যানগণ, সাধারন সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য এবং পৌরসভারগুলোর মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলরগণ ভোট প্রদান করতে পারবেন।
বার্তাকণ্ঠ/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho