প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৫, ৬:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২২, ৭:০৯ পি.এম
হাতীবান্ধায় ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষ

লালমনিরহাটের হাতীবান্ধায় ছাত্রলীগের সাথে ছাত্রদলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশের এক উপ-পরিদর্শকসহ ছাত্রলীগ ও ছাত্রদলের ৫ জন নেতা-কর্মী আহত হয়েছে বলে জানা গেছে।
তবে উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক বরকত হোসেন ছাত্রলীগের কেউ আহত হয়নি দাবী করেন।
হাতীবান্ধা থানার ওসি শাহা আলম জানান,পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন। এতে পুলিশের একজন কর্মকর্তা আহত হয়েছেন।
শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে হাতীবান্ধা বিএনপি অফিস এলাকার বুড়িমারী লালমনিরহাট মহাসড়কের তেল পাম্প এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাতীবান্ধা উপজেলা বিএনপি'র দলীয় অফিসে আগামী ২৯ তারিখ রংপুরে মহাসমাবেশ উপলক্ষে মতবিনিময় সভা আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে বিএনপি'র কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরে উপজেলা ছাত্র লীগ তাদের উপর চরাও হয় পরে ছাত্রদল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ধাওয়া করলে এ সময় তারা ছাত্রলীগের বাঁধার মুখে পিছু হটেন। পরে পিছন থেকে ছাত্রলীগ ধাওয়া করলে বিএনপি'র নেতা-কর্মীরা পিছু হটে টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ সড়কে অবস্থান করেন। সেখানেও বাঁধার মুখে বিএনপি'র কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান অনেকটা বাধ্য হয়ে এলাকা ত্যাগ করেন। মুহুত্বের মধ্যে পুরো চিত্র পাল্টে যায়। যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতা-কর্মীরা ঘুড়ে দাঁড়ায়। ফলে ছাত্রলীগের সাথে ফের সংঘর্ষ বেঁধে যায়।
এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা ধাওয়া খেয়ে পিছু হটে। এতে হাতীবান্ধা থানা পুলিশের উপ পরিদর্শক মহিদুল ইসলামসহ ছাত্রলীগ ও ছাত্রদলের ৫ জন নেতা-কর্মী আহত হয়েছে। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
এ ঘটনায় ছাত্রলীগ ও ছাত্রদলের নেতারা একে অপরকে দায়ী করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho