প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২৫, ১০:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২২, ৭:২১ পি.এম
সিপিপির শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক পুরস্কার পেলেন মোংলার কৃতি সন্তান আল আমিন

বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় বাংলাদেশেও আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ পালিত হয়েছে।দিবসটির এবারের প্রতিপাদ্য ‘আর্লি ওয়ার্নিং অ্যান্ড আর্লি অ্যাকশন ফর অল’ যার ভাবানুবাদ করা হয়েছে ‘দুর্যোগে আগাম সতর্কবার্তা,সবার জন্য কার্যব্যবস্থা।
বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও উপকূলীয় অঞ্চলের দুর্যোগকালীন সময় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি বাস্তবায়নের জন্য সিপিপির শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক নির্বাচিত হয়েছেন মোংলা উপজেলার ৫নং সুন্দরবন ইউনিয়নের বুড়বুড়িয়া গ্রামের ৪নং ওয়ার্ডের মোঃ সুলতান মুসাল্লীর ছেলে মোঃ আল আমিন মুসাল্লি।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় মোঃ আল আমিন মুসাল্লিকে শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক হিসেবে নির্বাচিত করেন।
মঙ্গলবার(১৩ অক্টোবর) আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মো: এনামুর রহমান দুর্যোগ ব্যবস্থাপনায় অনন্য কৃতিত্বের দাবিদার স্বেচ্ছাসেবকদের মাঝে পুরস্কার বিতরণ করেন।এসময় অনুষ্ঠান থেকেই অনলাইনে দুর্যোগ সহনীয় নবনির্মিত ১৭ হাজারেরও বেশি বাসগৃহ উদ্বোধন,চাবি হস্তান্তর এবং দুর্যোগ প্রস্তুতির জন্য ১৮ হাজার ৫০৫ জন নারী স্বেচ্ছাসেবকে জাতীয় তালিকায় অন্তর্ভুক্ত করেন প্রধানমন্ত্রী।
মোঃ আল আমিন মুসাল্লি একজন স্বেচ্ছাসেবক হিসেবে চষে বেড়িয়েছেন মোংলা উপজেলা।বিভিন্ন সময়।প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা সামনে থেকে কাজ করেছেন জনগণের সাথে এবং তিনি সুন্দরবনের প্রকৃতি রক্ষায় বিভিন্ন কাজে সর্বদা নিয়োজিত রয়েছেন।সর্বশেষ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রভাবে যখন মানুষ গৃহবন্দী তখন সেবা নিয়ে ছুটে গেছেন মানুষের দ্বারে দ্বারে। জনগণকে সচেতন করতে নিজেই মাঠে নেমে মাইকিং,মাস্ক বিতরণ, স্যানিটাইজার বিতরণসহ নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন।কর্মহীন গৃহবন্দী মানুষের ঘরে ঘরে সরকারের সহায়তার খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন।মোঃ আমিন মুসাল্লি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবকের পুরস্কার পেয়ে গর্ববোধ করছি।এই সম্মাননা আমাকে আগামীতেও জনসেবায় উৎসাহ যোগাবে।এইজন্য সরকার ও এলাকাবাসীকে আন্তরিক ধন্যবাদ জানাই।এসময় ৮৩ জন স্বেচ্ছাসেবককে ১০ হাজার টাকা, সনদ ও মেডেল প্রদান করা হয়। অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ৮৩ জনের মধ্যে নির্বাচিত দু’জন জয়শ্রী রানী দাস ও মো: জসিম উদ্দিনের হাতে পদক তুলে দেন।
বার্তাকণ্ঠ/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho