সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

হিলিতে জনতার হাতে প্রতারক সাদা মিয়া আটক

দিনাজপুরের হিলিতে নকল স্বর্নের বার দিয়ে প্রতারনা করার সময় সাদা মিয়া (৪২) নামের একজকে স্থানীয় জনতারা প্রতারককে আটক করে থানায় সোর্পদ করা হয়েছে।

শনিবার (১৫ অক্টোবর) দুপুরে পৌর শহরের সিপি রোডে এক মহিলার সাথে প্রতারনা করার সময় জনতারা তাকে আটক করেন। পরে পুলিশকে খবর দিলে তাকে থানায় নিয়ে যায়।

আটক সাদা মিয়া গাইবান্ধা শহরের মাঠ বাজার খোলাহাটি এলাকার আজহার আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,শনিবার দুপুরে পৌর শহরের চারমাথায় মুহাড়াপাড়ার এক মহিলা ওই পথ দিয়ে বাড়ি ফেরার পথে প্রতারক সাদা মিয়া ও তার এক সহযোগি ওই মহিলাকে বলেন একটি স্বর্নের বার আছে আপনি নিবেন না কি। পরে ওই মহিলা দাম দর করে বায়না হিসাবে গলার চেন দেন। এবং পরিচিত এক যুবককে বলেন তখন ওই যুবককে দেখে ২ প্রতারক পালিয়ে গেলেও সাদা মিয়াকে জনতারা আটক করে হাকিমপুর থানা পুলিশের কাছে সোর্পদ করেছেন।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়া বলেন,আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দিয়ে দিনাজপুর আদালতে প্রেরণ করা হবে। পালিয়ে যাওয়া দুই জনকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

বার্তাকণ্ঠ/এন

জনপ্রিয়

হিলিতে জনতার হাতে প্রতারক সাদা মিয়া আটক

প্রকাশের সময় : ১০:০০:৪০ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২

দিনাজপুরের হিলিতে নকল স্বর্নের বার দিয়ে প্রতারনা করার সময় সাদা মিয়া (৪২) নামের একজকে স্থানীয় জনতারা প্রতারককে আটক করে থানায় সোর্পদ করা হয়েছে।

শনিবার (১৫ অক্টোবর) দুপুরে পৌর শহরের সিপি রোডে এক মহিলার সাথে প্রতারনা করার সময় জনতারা তাকে আটক করেন। পরে পুলিশকে খবর দিলে তাকে থানায় নিয়ে যায়।

আটক সাদা মিয়া গাইবান্ধা শহরের মাঠ বাজার খোলাহাটি এলাকার আজহার আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,শনিবার দুপুরে পৌর শহরের চারমাথায় মুহাড়াপাড়ার এক মহিলা ওই পথ দিয়ে বাড়ি ফেরার পথে প্রতারক সাদা মিয়া ও তার এক সহযোগি ওই মহিলাকে বলেন একটি স্বর্নের বার আছে আপনি নিবেন না কি। পরে ওই মহিলা দাম দর করে বায়না হিসাবে গলার চেন দেন। এবং পরিচিত এক যুবককে বলেন তখন ওই যুবককে দেখে ২ প্রতারক পালিয়ে গেলেও সাদা মিয়াকে জনতারা আটক করে হাকিমপুর থানা পুলিশের কাছে সোর্পদ করেছেন।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়া বলেন,আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দিয়ে দিনাজপুর আদালতে প্রেরণ করা হবে। পালিয়ে যাওয়া দুই জনকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

বার্তাকণ্ঠ/এন