
দিনাজপুরের হিলিতে নকল স্বর্নের বার দিয়ে প্রতারনা করার সময় সাদা মিয়া (৪২) নামের একজকে স্থানীয় জনতারা প্রতারককে আটক করে থানায় সোর্পদ করা হয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) দুপুরে পৌর শহরের সিপি রোডে এক মহিলার সাথে প্রতারনা করার সময় জনতারা তাকে আটক করেন। পরে পুলিশকে খবর দিলে তাকে থানায় নিয়ে যায়।
আটক সাদা মিয়া গাইবান্ধা শহরের মাঠ বাজার খোলাহাটি এলাকার আজহার আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,শনিবার দুপুরে পৌর শহরের চারমাথায় মুহাড়াপাড়ার এক মহিলা ওই পথ দিয়ে বাড়ি ফেরার পথে প্রতারক সাদা মিয়া ও তার এক সহযোগি ওই মহিলাকে বলেন একটি স্বর্নের বার আছে আপনি নিবেন না কি। পরে ওই মহিলা দাম দর করে বায়না হিসাবে গলার চেন দেন। এবং পরিচিত এক যুবককে বলেন তখন ওই যুবককে দেখে ২ প্রতারক পালিয়ে গেলেও সাদা মিয়াকে জনতারা আটক করে হাকিমপুর থানা পুলিশের কাছে সোর্পদ করেছেন।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়া বলেন,আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দিয়ে দিনাজপুর আদালতে প্রেরণ করা হবে। পালিয়ে যাওয়া দুই জনকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
বার্তাকণ্ঠ/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho