
বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতার মাস উপলক্ষ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ক্যান্সার এ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন (ক্যাপ) কুষ্টিয়া জোন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা গোলাপী সড়ক শোভাযাত্রা করেছে। রবিবার (১৬ অক্টোবর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর থেকে এই শোভাযাত্রাটি শুরু হয়।
সংগঠনটির সভাপতি সিয়াম মির্জা ও সাধারণ সম্পাদক মরিয়ম নেসা মীমের নেতৃত্বে শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফারহানা এবাদ রিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আইটি বিষয়ক সম্পাদক রিয়াদুস সলেহীন, কুষ্টিয়া জোনের সাবেক সভাপতি মহব্বত ফয়সাল ও ভলান্টিয়ার অ্যাফেয়ার্স বিষয়ক সম্পাদক সিদওয়ানুল হক সাকিন। এ সময় সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক তাজমিন সুলতানা, সিনিয়র সদস্য তৌফিক আহমেদ ও সাকলাইন মুস্তাকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
পরে সংগঠনটির সাধারণ সম্পাদক মরিয়ম নেসা মীমের সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, প্রতি বছর অক্টোবর মাসে স্তন ক্যান্সার সচেতনার অংশ হিসেবে ক্যাপের পক্ষ থেকে গোলাপী সড়ক শোভাযাত্রার আয়োজন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho