শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সুব্রত সাংমা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নেত্রকোনার দুর্গাপুরে কুল্লাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ক্ষুদ্র-নৃগোষ্ঠীর আওয়ামী লীগ নেতা সুব্রত সাংমাকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ই অক্টোবর) দুপুরে সর্বস্তরের অংশগ্রহণে এ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা বাবুল মিয়া, আলম, যুবলীগ নেতা ফারুক বাবু, আদিবাসী নেতা স্বপন হাজং, সাইমুন তজু, লিটন হাজং, অন্তর হাজং, আদিবাসী নেত্রী রাখী দ্রং প্রমুখ।
বক্তারা বলেন, স্থানীয় আওয়ামী লীগের একজন বলিষ্ঠ নেতা ছিলেন তিনি । আউয়াল বাহিনীর আগ্রাসন ও নিপীড়নের বলি হয়েছেন সুব্রত সাংমা। আমরা এই হত্যার প্রতিবাদ ও নিন্দা জানাই। হত্যা মামলার সকল আসামীর দ্রত গ্রেফতার, বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। এ বিচার না হওয়া পর্যন্ত আমরা লাগাতার আন্দোলন চালিয়ে যাবো।
জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর আওয়াল বাহিনীর হামলার শিকার হন সুব্রত। এরপর টানা ১০দিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ৮ অক্টোবর দুপুরে তিনি মারা যান। সুব্রত সাংমা গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অংশ নিয়ে আওয়ালের কাছে পরাজিত হন। এর আগেরবার তিনি ওই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন।
এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি শিবিরিুল ইসলাম জানান, সুব্রত সাংমা হত্যা মামলায় কুল্লাগড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল ও তার ভাই শামীম সহ ৮ জনকে গ্রেপ্তার করেছি। বাকী আসামীদের ধরতে অভিযান চালানো হচ্ছে।
বার্তাকণ্ঠ/এন

সুব্রত সাংমা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশের সময় : ০৮:০২:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২
নেত্রকোনার দুর্গাপুরে কুল্লাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ক্ষুদ্র-নৃগোষ্ঠীর আওয়ামী লীগ নেতা সুব্রত সাংমাকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ই অক্টোবর) দুপুরে সর্বস্তরের অংশগ্রহণে এ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা বাবুল মিয়া, আলম, যুবলীগ নেতা ফারুক বাবু, আদিবাসী নেতা স্বপন হাজং, সাইমুন তজু, লিটন হাজং, অন্তর হাজং, আদিবাসী নেত্রী রাখী দ্রং প্রমুখ।
বক্তারা বলেন, স্থানীয় আওয়ামী লীগের একজন বলিষ্ঠ নেতা ছিলেন তিনি । আউয়াল বাহিনীর আগ্রাসন ও নিপীড়নের বলি হয়েছেন সুব্রত সাংমা। আমরা এই হত্যার প্রতিবাদ ও নিন্দা জানাই। হত্যা মামলার সকল আসামীর দ্রত গ্রেফতার, বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। এ বিচার না হওয়া পর্যন্ত আমরা লাগাতার আন্দোলন চালিয়ে যাবো।
জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর আওয়াল বাহিনীর হামলার শিকার হন সুব্রত। এরপর টানা ১০দিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ৮ অক্টোবর দুপুরে তিনি মারা যান। সুব্রত সাংমা গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অংশ নিয়ে আওয়ালের কাছে পরাজিত হন। এর আগেরবার তিনি ওই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন।
এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি শিবিরিুল ইসলাম জানান, সুব্রত সাংমা হত্যা মামলায় কুল্লাগড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল ও তার ভাই শামীম সহ ৮ জনকে গ্রেপ্তার করেছি। বাকী আসামীদের ধরতে অভিযান চালানো হচ্ছে।
বার্তাকণ্ঠ/এন