
যশোরের বেনাপোল সীমান্তের পুটখালী এলাকা থেকে ১ টি বিদেশি (নাইনএমএম) পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ১ টি ম্যাগাজিনসহ জহুরুল বিশ্বাস (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বিজিবি সদস্যরা ।
আজ সোমবার ( ১৭ অক্টোবর) মধ্যরাতে বেনাপোল সীমান্তের পুটখালী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জহিরুল ওই গ্রামের মৃত- হাসান আলী বিশ্বাসের ছেলে। সে একজন চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী।
বিজিবি জানায়,গোপন খবরে তারা জানতে পারে বেনাপোল সীমান্তের পুটখালীর কামারবাড়ী মোড় নামক পাকা রাস্তার উপর এক যুবক অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছে। এমন ধরনের খবরে বিজিবির একটি অভিযানিক সেখানে অভিযান চালালে বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ী ওই যুবক দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে কোমরে লুকানো অবস্থায় ১ বিদেশি পিস্তল, ৪ রাউন্ড ১টি ও ম্যাগাজিন গুলি জব্দ করা হয়।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্ণেল তানভীর রহমান পিএসসি জানান, সীমান্তের পুটখালীতে বিদেশি অস্ত্র- গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বার্তাকণ্ঠ/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho