প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৬, ৩:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৭, ২০২২, ৯:২৮ পি.এম
রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে আ.লীগ প্রার্থীর জয়

রাজবাড়ীতে জেলা পরিষদ নির্বাচনে পাংশা উপজেলা আ.লীগ সাবেক সভাপতি ও বাংলাদেশে আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী একেএম শফিকুল মোরশেদ আরুজ (তালগাছ)প্রতীক নিয়ে বিপুল ভোটে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।
সোমবার (১৭ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মাসুদুর রহমান।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এ কে এম শফিকুল মোরশেদ আরুজ (তালগাছ) প্রতীক নিয়ে পেয়েছেন ৪২৮টি ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দীপক কুন্ডু (মোটরসাইকেল) প্রতীক নিয়ে পেয়েছেন ১৩৮ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী ইমামুজ্জামান চৌধুরী রিটু (আনারস) প্রতীক নিয়ে পেয়েছে ২৮ ভোট।
জেলার পাঁচ উপজেলার নতুন সদস্য হয়েছেন ১নং ওয়ার্ড রাজবাড়ী সদর আজম মন্ডল, ২নং ওয়ার্ড গোয়ালন্দ মো. ইউনুছ আলী মোল্লা, ৩নং ওয়ার্ড পাংশা গোবিন্দ কুন্ডু, ৪নং ওয়ার্ড বালিয়াকান্দি বাকির বিশ্বাস, ৫নং ওয়ার্ড কালুখালী মো. ইউসুফ হোসেন।
সংরক্ষিত মহিলা সদস্য পদে ১/২ ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন নুরজাহান বেগম এবং ৩/৪/৫ ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সফুরা খাতুন।
এ জেলায় সকাল দশটা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয়। জেলার মোট ভোটার সংখ্যা ৫৯৮ টি ভোট কাস্ট হয়েছে ৫৯৭টি।
বার্তাকণ্ঠ/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho