
যশোরের কেশবপুর উপজেলার দোরমুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র কুমার গোলদারের বাড়ীতে ডাকাতির ঘটনায় ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ সদস্যরা।
আজ বুধবার (১৯ অক্টোবর) বিকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
শিক্ষক পবিত্র কুমার কেশবপুর উপজেলার খতিয়াখালী গ্রামের বাসিন্দা।
গ্রেপ্তার আসামিরা হলেন, যশোর সদর উপজেলার বিরামপুর পশ্চিমপাড়ার খোরশেদ আলমের ছেলে আব্দুস সালাম বিষু (৩০), অভয়নগর উপজেলার বাগুটিয়া গ্রামের মাসুদ মোল্লার ছেলে তরিকুল ইসলাম (২২) যশোর ঝিকরগাছা উপজেলার রাজার ডুমুরিয়া গ্রামের শাহজাহান কবিরের ছেলে জাহিদ হাসান জনি (২২) মনিরামপুর উপজেলার তাহেরপুর গ্রামের সাধন চক্রবর্তীর ছেলে সুমন কুমার চক্রবর্তী (৩৫) ও লালমনিরহাট সদর উপজেলার দালালপাড়া গ্রামের বকস এর ছেলে আলম @ শরিফ গোপাল (৩৯) আলম বর্তমানে যশোর শহরের মুড়লী এলাকার বাসিন্দা।
যশোর ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে ডাকাত দলের সদস্যদের সনাক্ত করে গতকাল থেকে আজ বুধবার বিকাল পর্যন্ত পুলিশের একটি চৌকশ দল কোতয়ালী, কেশবপুর, শার্শা ও ঝিকরগাছা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করে। পরে তাদের স্বীকারোক্তি মতে মনিরামপুর স্বর্ণপট্টিতে অভিযান চালিয়ে সুন্দরী জুয়েলার্স দোকানের মালিক সুমন চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৭ ভরি স্বর্ণ, ৭ ভরি রুপার অলংকার ও নগদ ৩৩,৫০০/- টাকা জব্দ করা হয়।
ডিবি ওসি আরও জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা তদন্তাধীন ও বিচারাধীন রয়েছে। তারা পেশাদার আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য।
উল্লেখ্য-গত ০১/০৬/২০২২ তারিখ রাতে শিক্ষক পবিত্র কুমারের বাড়িতে ডাকাতদল ৯ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এব্যাপারে ভুক্তভোগী কেশবপুর থানায় ০৫/০৬/২০২২ তারিখ মামলা দায়ের করেন। যার মামলা নং-০৩ ।
বার্তাকণ্ঠ/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho