
“আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এই স্লোগানে রাজবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে ২২অক্টোবর শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত বঙ্গবন্ধু চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু কায়সার খান।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সুবর্ণা রাণী সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহনেওয়াজ, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন, টিআই তারোক পাল, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আব্দুর রহমান, রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি খান মোঃ জহুরুল হক প্রমুখ।
বার্তাকণ্ঠ/এন