
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গার নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসিফ আহমেদ শিমুল ও সাধারণ সম্পাদক হিসেবে আইন বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী কৌশিক আহমেদ মনোনীত হয়েছেন। আগামী এক বছর তারা এই দায়িত্ব পালন করবেন।
সোমবার (২৪ অক্টোবর) সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি মুরাদ হোসেন ও সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
৩৯ সদস্যবিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন সহ সভাপতি ইব্রাহিম খলিল প্রান্ত, ফেরদুল্লাহ হক, ইশতিয়াক রিয়াদ, ছবিকুন নাহার ও শাহেদ খান। যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুসাইন আবির, মারুফ হোসেন জারিফ, শাহরিয়ার নাফিস রনি, আবু সিদ্দীকি শিপন, সঞ্জীব আল জায়েদী হুদা পিয়াস, শাহেদ আহমেদ মারুফ, আফসানা আফরোজ, সবুজ মিয়া ও ফারজানা নাজনীন ঐশী। সাংগঠনিক সম্পাদক রিফাত পারভেজ, মোদাচ্ছের হুসাইন, এস এম নকিব মল্লিক, ইমরানুল বরাত ও তানভীর জুবায়ের অসীম। দপ্তর সম্পাদক নাজমুস শাহাদ, কোষাধ্যক্ষ তানভীর আহমেদ, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সুইট।
ছাত্র বিষয়ক সম্পাদক পারভেজ হোসেন, ছাত্রী বিষয়ক সম্পাদক সৈয়দা সাইমা রহমান, ছাত্রী বিষয়ক উপ- সম্পাদক সাদিয়া শারমিন বর্ণিতা, আপ্যায়ন বিষয়ক সম্পাদক ইফফাত আরা বৃষ্টি, শিক্ষা বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, গ্রন্থাগার বিষয়ক সম্পাদক সানোয়ার হোসেইন, আইন বিষয়ক সম্পাদক লামিয়া নিশাত সুলতানা, ক্রীড়া বিষয়ক সম্পাদক রাজু আহমেদ, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আফিয়া আলিম নদী।
এছাড়া অন্যান্য সদস্যের মধ্যে রয়েছেন বিল্লাল গণি, রাশেদুল ইসলাম, জামিউল ইসলাম জীম, সুবর্ণা আক্তার ও আয়েশা সিদ্দীকা বৃষ্টি।
বার্তাকণ্ঠ/এন