প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৬, ১১:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৪, ২০২২, ৫:৩১ পি.এম
বেনাপোলে পরোয়ানাভুক্ত ১১ আসামি গ্রেপ্তার

যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত ১১ আসামিকে গ্রেপ্তার করেছে পোর্ট থানার পুলিশ সদস্যরা।
রবিবার (২৩ অক্টোবর) পুলিশ অভিযান চালিয়ে বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করেন।
গ্ৰেপ্তারকৃত আসামিরা হলেন, বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মৃত- মোয়াজ্জেম গাজীর ছেলে নান্টু গাজী (৩৩), ভবেরবেড় গ্রামের মৃত- সামসু ব্যাপারীর ছেলে আবু বক্কর ব্যাপারী(৪২), পুটখালী গ্রামের ইসমাইল শেখের মেয়ে হালিমা খাতুন (৩৩) পুটখালী গ্রামের নাসির ইসলামের ছেলে সাব্বির হোসেন (৪০) পুটখালী গ্রামের আলমগীর হোসেন আলমের ছেলে জাহিদ হাসান (৩৬), পুটখালী গ্রামের সুধীর মন্ডলের ছেলে নেপাল মন্ডল (৩৫), সাদিপুর গ্রামের বাবুল চৌধুরীর ছেলে ইবনে সাইদ (২৪), সাদিপুর গ্রামের শহিদ হোসেনের ছেলে তরিকুল ইসলাম (২৭), ভবেরবেড় গ্রামের মৃত-আলতাব গাজীর ছেলে আল আমিন (২৫), ভবেরবেড় গ্রামের মৃত-অহেদ আলীর ছেলে রহমত আলী (২৮) নারায়নপুর দক্ষিনপাড়ার নাজের আলীর ছেলে রাজু সরদার (৪১)।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকা থেকে সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত এসব আসামিদের গ্রেপ্তার করেন তারা। গ্রেপ্তারকৃতরা মাদকসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।
গ্রেপ্তারকৃত আসামিদেরকে রবিবার বিকালে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
বার্তাকণ্ঠ /এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho