
সহস্রাধিক প্রদীপ প্রজ্জলন ও ফানুস উড়িয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দীপাবলি উদযাপিত হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদের আয়োজনে শিক্ষক-ছাত্র সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) করিডোরে এটি অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় পরিষদের সভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ প্রদীপ জ্বালিয়ে এই উৎসবের উদ্বোধন করেন। এসময় পরিষদের সাধারণ সম্পাদক হারাধন মোদক, কোষাধ্যক্ষ রনি সাহা, শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত উপস্থিত ছিলেন। এছাড়াও পরিষদের সদস্য ব্রজেন দাস, প্রকাশ বাড়ৈ, হৃদয় পাল, জয়ন্ত দেসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উৎসবটি উপলক্ষ্যে টিএসসিসির করিডোরে সহস্রাধিক প্রদীপ প্রজ্জলন করে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থীরা। এছাড়া ফানুস উড়ানো ও আতশবাজিতে ফোটানোর মাধ্যমে তারা উৎসবটি উদযাপন করে। এসময় প্রদীপের ছোট ছোট আলো ও আতশবাজির ঝলকানিতে রঙিন হয়ে ওঠে টিএসসিসির করিডোর। তবে বৈরী আবহাওয়ার কারণে সংক্ষিপ্ত পরিসরে উৎসবটি উদযাপিত হয়েছে বলে জানিয়েছে পূজা উদযাপন পরিষদ।

পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হারাধন মোদক বলেন, বর্তমান ক্ষয়িষ্ণু, কুসংস্কারাচ্ছন্ন ব্যক্তি ও সমাজকে বিপথগামীতার হাত থেকে মুক্তি ও ভবিষ্যৎ প্রজন্মকে আলোকবর্তিকা প্রদর্শন করে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করার শক্তি লাভের মানসে এই দীপাবলি।
বার্তাকণ্ঠ/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho