প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৫, ৭:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৫, ২০২২, ১০:০৯ পি.এম
ঢাবি সাহিত্য সংসদের সভাপতি কলারোয়ার তৈমুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি ভিত্তিক সাহিত্য প্রেমীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের ২০২২-২৩ বর্ষের জন্য কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি হয়েছেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাদপুর গ্রামের সন্তান সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী তৈমুর রহমান মৃধা।
২৩ অক্টোবর সন্ধ্যায় টিএসসির মুনীর চৌধুরী অডিটোরিয়ামে বার্ষিক কার্যনির্বাহী পর্ষদের সভায় নতুন এই কমিটির অনুমোদন করেন সংগঠনটির মডারেটর ও বাংলা বিভাগের অধ্যাপক হোসনে আরা। এর আগে নতুন কমিটি গঠনের জন্য সুপারিশ করেন বিদায়ী সভাপতি ফয়সাল আহমেদ ও সাধারণ সম্পাদক অসিত দেবনাথ অন্তু।
সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সংগঠনটির পরিচালনা পর্ষদে সহ-সভাপতি পদে সুহৃদ সাদিক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শ্যামল রায় এবং অর্থ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে ফারহান ইশরাককে।
সংগঠনটির নবনির্বাচিত সভাপতি তৈমুর রহমান মৃধা বলেন,“আমি অত্যন্ত আনন্দিত এবং ধন্য মনে করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের সাথে দীর্ঘদিন ধরে আছি। আজ যে গুরু দায়িত্ব পেয়েছি তা আমার সর্বোচ্চটা দিয়ে পালন করার চেষ্টা করব। সাহিত্য চর্চার গুরুত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও সর্বোপরি জনসাধারণের কাছে ছড়িয়ে দিতে চাই“।
উল্লেখ্য, ‘জন্মাতে চাই প্রাক্তন সময়ের গর্ভে’ স্লোগানকে ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে সাহিত্যপাঠ ও চর্চায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এ ছাড়াও নিয়মিত পাঠচক্র, বুক রিভিউ প্রতিযোগিতা, প্রবন্ধ প্রতিযোগিতা, পাক্ষিক সাহিত্য আড্ডা, ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ডাহুক প্রকাশ, বইমেলা বাৎসরিক গল্প ও প্রবন্ধ সংকলনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে সংগঠনটি।
বার্তাকণ্ঠ/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho