
সোহাগ খান, স্টাফ রিপোর্টার :
রাজধানী ঢাকার সায়েদাবাদ গোলাপবাগ মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৫ (পনের) কেজি গাঁজাসহ মোঃ নাঈম (২৪) নামের এক মাদক চোরাকারবারিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব।
বুধবার (২৬অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১০ মিডিয়া অফিসার এএসপি এনায়েত কবির সোয়েব।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে মঙ্গলবার রাতে যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ গোলাপবাগ মোড় এলাকায় অভিযান চালায় র্যাবের অভিযানিক দল। এসময় চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যের পনের কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়।
এসময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন ও নগদ চব্বিশ হাজার টাকা উদ্ধার করা হয়। র্যাব আরও জানায়, আটককৃত নাঈম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।