
ঠাকুরগাঁওয়ে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে ১১ জন জুয়াড়িকে জুয়া খেলার সময় হাতেনাতে আটক করেছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সামসুজ্জামান ।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এসব জুয়াড়িদের বিভিন্ন মেয়াদে এ কারাদন্ড দেওয়া হয়।
কারাদন্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার ভেলাজান গ্রামের ইবনে সাদের ছেলে মো: ওবায়দুর রহমান (৪৫), একই গ্রামের সহিদুল ইসলামের ছেলে মো: জিম (২৪), ভেলাজান হাজীপাড়া গ্রামের মৃত পিয়ার আলীর ছেলে তসলিম উদ্দীন (৪০), ভেলাজান হাজীপাড়া গ্রামের তাইজুল ইসলামের ছেলে জালাল উদ্দীন (৩২), একই গ্রামের নাসির উদ্দীনের ছেলে রফিকুল ইসলাম (৩৮) ও বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও কোয়াটোল গ্রামের আবু তালেবের ছেলে রাজিকুল ইসলাম (৩৫)। অপরদিকে সদর উপজেলার আখানগরে জুয়ার বোড থেকে ৫ জুয়ারিকে আটক করে তাদের প্রত্যেককে ২ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়। দন্ডাদেশপ্রাপ্তরা হলেন, আখানগর শুকানীপাড়া গ্রামের আব্দুল বাসেদের ছেলে মো: সেলিম উদ্দীন (২৩), দোগাছী গ্রামের চুচপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে মতিয়র রহমান (৩২), আখানগর মেম্বার পাড়া গ্রামের মৃত পুহাতুর ছেলে মোজাহারুল ইসলাম (৩৫), ননী গোপালের ছেলে নরতম বর্মন (৪৫) ও একই গ্রামের সামসুল হকের ছেলে ফিরোজ জামান (৩৫)।