প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৫, ১:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২২, ৪:১৯ পি.এম
ক্ষেতলালে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ও তুলশীগঙ্গা ইউপি ২টি'র নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২ নভেম্বর। উক্ত নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করার লক্ষে চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্য পদ প্রার্থীদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক জয়পুরহাট শরীফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, জেলা নির্বাচন অফিসার আমিনুর রহমান।
বক্তারা বলেন, আগামী ২ নভেম্বর উপজেলার বড়তারা ও তুলশীগঙ্গা ইউপি নির্বাচনে আচরণ বিধি মেনে প্রচার প্রচারণা চালানোর পরামর্শ দেন। আচরণ বিধি লঙ্ঘন ও আইন শৃঙ্খলা অবনতি ঘটিয়ে কোন প্রার্থী নির্বাচনী প্রচার করছে এমন অভিযোগ এলে কঠোর হস্তে দমন সহ ওই প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ কার হবে।
এসময় ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক, উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার আনিছার রহমান।ক্ষেতলাল উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম সহ বড়তারা ও তুলশীগঙ্গা ইউপি নির্বাচনের চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্য প্রার্থীগণ উপস্থিত ছিলেন।
বার্তাকণ্ঠ/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho