প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৫, ৩:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২২, ৭:২১ পি.এম
কিশোরগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দ্বিতীয় পর্বের কর্মীসভা অনুষ্ঠিত

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার লক্ষে কিশোরগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিশেষ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ০৩ ঘটিকায় উপজেলার মহিনন্দ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মীসভা শেষ দ্বিতীয় পর্বের সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দ্বিতীয় পর্বের এই কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপ-স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক কাফি মণ্ডল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরদার মিজানুর রহমান, মহিনন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনসুর আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ- সভাপতি মো. মোখলেছুর রহমান মিতুল, সাংগঠনিক সম্পাদক আলীমুল মুত্তাকী পলাশ।
সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নূরুল হক খোকার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়ের সঞ্চালনায় উক্ত কর্মীসভায় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহাগ ভূঁইয়ার, মেহেদী হাসান দিপু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ শফিকুল ইসলাম মেরাজ, মো. সাহাদাত হোসেন লিমন, খালেদ সাইফুল্লাহ সাফাত, মহিনন্দ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক রাসেল মিয়া, মাইজখাপন ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাকির হোসেন, চৌদ্দশত ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জহির মিয়া, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, রশিদাবাদ ইউঃ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোরর্শেদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, মহিনন্দ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাবেক সভাপতি মোহাম্মদ আলীসহ বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
বার্তাকণ্ঠ/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho