পঞ্চগড়ে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড (বাংলাদেশ) বিজিবি সদস্যরা। আজ শনিবার (২৯ অক্টোবর) সকালে মূর্তিটি পরীক্ষার জন্য ব্যাটালিয়নে নেয়া হয়েছে।
শুক্রবার (২৮ অক্টোবর) দিনগত রাতে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের টোকাপাড়া সীমান্তের এক বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে- টোকাপাড়া সীমান্ত এলাকায় এক বাড়িতে পরিত্যক্ত অবস্থায় পাথরের মূর্তি পড়ে আছে। এমন খবরে টোকাপাড়া বিজিবি ক্যাম্পের একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করেন। মূর্তিটি পরীক্ষার জন্য জুয়েলারির কাছে নিয়ে গেলে জুয়েলারি কষ্টিপাথরের মূর্তি বলে নিশ্চিত করেন। মূর্তিটি নীলফামারী বিজিবি ব্যাটালিয়নে জমা আছে।
উদ্ধারকৃত মূর্তির ওজন ৯৫ কেজি ৮০০ গ্রাম। যার বাজার মূল্য ৯৫ লাখ ৮৫ হাজার টাকা বলে জানায় বিজিবি।
নীলফামারী- ৫৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্ণেল আসাদুজ্জামান হাকিম কষ্টিপাথরে মূর্তি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
বার্তাকণ্ঠ/এন