
"কমিউনিটি পুলিশিং এর মূল মন্ত্র আইনশৃঙ্খলা সর্বত্র"এই প্রতিপাদ্য সামনে রেখে, ময়মনসিংহেরএর নান্দাইল মডেল থানা কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত র্যালি নান্দাইল মডেল থানার মূল ফটক থেকে ময়মনসিংহ টু কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক হয়ে নান্দাইল উপজেলা পরিষদ প্রদক্ষিণ শেষে পুনরায় থানা কমপ্লেক্সে এসে শেষ হয়।
র্যালি শেষে আলোচনা সভায় নান্দাইল মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে: এস.আই. বাবলুর রহমান খাঁনের সঞ্চালনায়, থানা মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ ফকরু উদ্দিনের পবিত্র কোরআন থেকে তালাওয়াতের মধ্যদিয়ে আলোচনা সভায় প্রথমেই নান্দাইল থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মরহুম আলহাজ্ব সরাফ উদ্দিন ভূইয়ার স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নান্দাইল আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদিন খাঁন তুহিন (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল মনসুর, নান্দাইল উপজেলার কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ-সম্পাদক মাহমুদুর রহমান মান্না, ০৬নং রাজগাতী ইউনিয়নের চেয়ারম্যান ইফতেখার হোসেন খোকন, ১০নং শেরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ভূইয়া মিল্টন।
কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন, পৌর মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া, ইউএনও মোহাম্মদ আবুল মনসুর, পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) ওবায়দুর রহমান, মাহমুদুর রহমান মান্না। এতে প্রায় নান্দাইল মডেল থানার পুলিশ কর্মকর্তা,কর্মচারী, বিভিন্ন পেশাজীবী ও প্রিন্ট,ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন পেশাজীবী লোক উপস্থিত ছিলেন। পরিশেষে অনুষ্ঠানটি শান্তি-পূর্ণভাবে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে সমাপ্তি করা হয়।
বার্তাকণ্ঠ/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho