প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৫, ৫:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২২, ৬:৫৩ পি.এম
তালতলীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে তালতলীতে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জাগো নারীর সহযোগিতায় ছাতনপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মেলনকক্ষে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সহকারী প্রকৌশলী নাজমুল হাসান শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজভী উল কবীর জমাদ্দার, এছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান, সহকারী প্রোগ্রামার দিপু সরকার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আবদার মোল্লা, সহকারী শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী দেলোয়ারা হামিদ, সাধারণ সম্পাদিকা দুলিয়া বেগম, প্রেসক্লাব সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম আকাশ, সাংবাদিক ফোরামের সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক হাইরাজ মাঝি, সাবেক সভাপতি নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজভী উল কবীর জমাদ্দার জাগো নারী এনজিওকে বলেন, স্যানিটেশন বিষয়ে সচেতনতা বৃদ্ধির সাথে সাথে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা ও স্বাস্থ্যসম্মত ওয়াশ ব্লকের ব্যবস্থা করতে হবে। এতে করে আপনাদের প্রকল্পের লক্ষ্য অর্জনের পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠী উপকৃত হবে।
বার্তাকণ্ঠ/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho