
যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের শিওরদাহ গ্রাম থেকে নিখোঁজ আকবার গাজী (৭৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ সদস্যরা। আজ রবিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার কানাইরালি গ্রামের একটি পুকুর থেকে তার এই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বৃদ্ধ ঝিকরগাছার শিওরদাহ গ্রামের বাসিন্দা। গতকাল শনিবার (২৯ অক্টোবর) সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বয়সের কারণে তিনি বেশকিছু দিন মস্তিষ্কের সমস্যায় ভুগছিলেন। মাঝে মধ্যে তিনি বাড়ি থেকে এদিক-ওদিক চলে যেতেন। গতকাল শনিবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির বাইরে গেলে অনেক খোঁজাখুঁজি তাকে পাওয়া যাচ্ছিল না –পরে এলাকায় মাইকিং করা হলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। আজ সকালে খোঁজাখুঁজির এক পর্যায়ে কানাইরালি গ্রামের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন ওই গ্রামের লোকজন। পরে তারা এ বিষয়টি পুলিশকে জানায়।
এবিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, স্থানীয়দের মাধ্যমে তিনি জানতে পারেন-উপজেলার কানাইরালি গ্রামের একটি পুকুরে এক বৃদ্ধের মরদেহ ভাসছে। এমন খবরে সেখানে পুলিশ পাঠিয়ে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বার্তাকণ্ঠ/এন