দিনাজপুরের হাকিমপুরে বাংলাদেশ স্কাউটস উপজেলা কার্যনিবার্হী কমিটি ও গ্রুপ কমিটির সভাপতিদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা নিবাহী অফিসারের কার্যালয়ে বাংলাদেশ স্কাউটস হাকিমপুর উপজেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় সেখানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও স্কাউটস উপজেলা কমিটির সহ-সভাপতি বোরহান উদ্দিন, সহ-সভাপতি গোলাম মোস্তফা, সহ-সভাপতি মোঃ মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক কাওছার আহম্মেদ, কমিশনার আনোয়ারুল হক টুকু,কাব লিডার মোঃ মহিদুল ইসলাম, স্কাউট লিডার এস এম তারেক মাহামুদ, কোষাধ্যক্ষ মোঃ তোফাজ্জল হোসেনসহ কার্যনির্বাহী পরিষদের সকল সদস্য এবং ৩টি মাধ্যমিক প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে সুনাগরিক গঠনে স্কাউটিং কার্যক্রম বেগবান করার জন্য আগামী ২২-২৬ ডিসেম্বর/২০২২ উপজেলা পর্যায়ে স্কাউট সমাবেশ অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত হয়। অপরদিকে ৩২ তম এশিয়া প্যাসিপিক জ্যাম্বুরীতে হাকিমপুর উপজেলা থেকে দুটি ইউনিট অংশগ্রহণ করবে, তাদের উৎসাহ ও সকল প্রকার সহযোগিতা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।২০৩০ সালের মধ্যে ৫০ লাখ স্কাউট তৈরিতে সহায়তা প্রদানের জন্য সকল ইউনিটে নতুন নতুন সদস্য বৃদ্ধি ও বিএস আইডি খোলার ব্যাপারে জোর তাগিদ প্রদান করা হয়। আলোচনা সভা শেষে সহকারী কমিশনার এবং কাব ও স্কাউটারদের সনদ প্রদান করা হয়।
বার্তাকণ্ঠ/এন