
কঙ্গোতে উপচে পড়া ভিড়ের কারণে কনসার্ট হতে যাওয়া এক স্টেডিয়াম ভেঙে পড়ে দুই পুলিশ কর্মকর্তাসহ ১১ জন নিহত হয়েছেন। কঙ্গোলিজ গায়ক ফ্যালি ইপুপার এতে গান করার কথা ছিল।
শনিবার (২৯ অক্টোবর) কঙ্গোর রাজধানী কিনশাসায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ঘটনাস্থল থেকে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিনিধিরা জানান, রাজধানীর ওই স্টেডিয়ামটি ধারণক্ষমতার ৮০ হাজারেরও বেশি মানুষে পরিপূর্ণ ছিল। ভিড়ের কারণে তারা ভিআইপি ও সংরক্ষিত আসনের দিকে যেতে বাধ্য হয়েছিল।
এক বিবৃতিতে মন্ত্রী ড্যানিয়েল অ্যাসেলো ওকিটো বলেন, নিহত ১১ জনের মধ্যে শ্বাসরোধে এবং ধ্বংসস্তূপে পিষ্ট হওয়ার ফলে ১০ জন মারা গেছে। এ ছাড়া আহত সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে স্টেডিয়ামের বাইরের রাস্তায় সহিংস জনতাকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছুড়ে আইনশৃঙ্খলা বাহিনী। তারা অনেকেই কনসার্ট শুরু হওয়ার আগেই জড়ো হয়েছিল। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইউরোপ এবং অন্যান্য দেশে খ্যাতি অর্জন করেছেন কিনশাসাতে জন্মগ্রহণকারী ইপুপার।
সূত্র- রয়টার্স