প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৬, ১২:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩১, ২০২২, ১১:৪৮ এ.এম
সিরাজদিখানে বিড়াল হত্যার বিচার চেয়ে থানায় কিশোরী

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পোষ্য বিড়াল হত্যার বিচার চেয়ে থানায় হাজির হয়েছেন আছিয়া আক্তার (১৩) নামে এক কিশোরী।
রোববার (৩০ অক্টোবর) বিকালে বিড়ালটির মালিক মালখানগর ইউনিয়নের ফুরশাইল গ্রামের ওই কিশোরী মা আকলিমা আক্তার বাদী হয়ে তার মেয়ের বিড়াল হত্যার অভিযোগ এনে সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
বিড়াল প্রেমী কিশোরী আছিয়া আক্তার কান্না জড়িত কন্ঠে বলেন, সেই ছোট্ট বেলা থেকে এই বিড়ালটাকে সে পালন করতো। রোববার আনুমানিক ১২ টার দিকে আমার বিড়াল টাকে উত্তর ফুরশাইল গ্রামের মৃত সিরাজ মিয়ার স্ত্রী তাসলিমা ও মেয়ে সেলিনা ঘাড়ে কাঠ দিয়ে একটি আঘাত করে। পরে সে বিড়ালটিকে নিয়ে পশু হাসপাতালে যায়। কিন্তু তারা বলেন বিড়ালটি নাকি মারা গেছে। পরে ওই কিশোরী বিচারের আশায় মৃত বিড়ালটা নিয়ে থানায় হাজির হয়। থানায় গেলে পুলিশ বিষয়টি নিয়ে হাসি ঠাট্টা করে। পরে তার মা থানায় অভিযোগ দায়ের করেন। কিশোরী তার পোষ্য বিড়াল হত্যার বিচার চেয়েছেন।
এ ব্যপারে সিরাজদিখান উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা শবনম সুলতানা বলেন, বিড়ালটি যখন এখানে নিয়ে আসা হয় তখন বিড়ালটি মৃত অবস্থায় ছিলো।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এ.এস.আই ইসলাম বলেন, তিনি সেখানে গিয়েছিলেন। বিড়ালটির ময়নাতদন্তের জন্য সিরাজদিখান পশু হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।
বার্তাকণ্ঠ/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho