দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে ভারত থেকে আসার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে এক পাসপোর্টধারী যাত্রীর মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তি দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার মিল রোড এলাকার তাছির উদ্দিনের ছেলে রয়েল ( ৪২)।
হিলি চেকপোস্ট ইমিগ্রেশন ওসি মো. বদিউজ্জামান বলেন,গেলো ২৮ অক্টোবর রয়েল ভ্রমনের উদ্দেশ্যে হিলি চেকপোস্ট দিয়ে ভারত প্রবেশ করেন।
আজ সোমবার ( ৩১ অক্টোবর) সকাল ১১ টার দিকে তিনি হিলি চেকপোস্ট দিয়ে ভারত থেকে আসার সময় ভারত ইমিগ্রেশনের কার্যক্রম শেষে বাংলাদেশে প্রবেশের সময় আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিয়ে লুটিয়ে পড়েন।
এসময় তাকে দ্রুত উদ্ধার করে বাংলাদেশ ইমিগ্রেশনের যাবতীয় কার্যক্রম শেষ করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডাঃ মো. হুমায়ন কবির বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বার্তাকণ্ঠ/এন