প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৪, ২০২৬, ১:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩১, ২০২২, ৮:৩১ পি.এম
মোংলায় ভয় দেখিয়ে টাকা-স্বর্ণালংকার লুটে নিল দুর্বৃত্তরা

মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নে উত্তর কাইনমারী এলাকায় গভীর রাতে এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
সোমবার (৩১ অক্টোবর) গভীর রাতে এ ডাকাতির ঘটনা ঘটে।বাড়ির মালিক শেখ আঃ হাই ও তার স্ত্রী জানান, সোমবার রাত আড়াইটার সময় ৫/৬ জন মুখোশধারী দল রান্নাঘরের জানালার গ্রীল ভেঙ্গে বাড়ির ভেতর প্রবেশ করে।এসময় তারা আমার স্ত্রী শাহারা বেগম,মেয়ে মুন্নি আক্তার এবং ছেলে কাউছারুল আলমকে ধারালো দা দেখিয়ে একটি ঘরের ভেতর বেধে বাড়ির আলমারীতে থাকা ০৬টি রুলি, ০৪টি চেইন,০৫ টি কানের দুল সহ ০৬ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ৩৮ হাজার ২০০ টাকা ডাকাতি করে বাড়ির পেছন দিয়ে পালিয়ে যায়।চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্যা মোঃ তারিকুল ইসলাম জানান,গভীর রাতে ৫/৬ জনের সংঘবদ্ধ একটি দল আঃ হাই এর বাড়িতে ঢোকে। এ সময় ডাকাত দল ঘরের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।মোংলা থানার পুলিশ সদস্য এখনো তদন্ত চালাচ্ছে।
রামপাল-মোংলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল ও মোংলা থানার ওসি মোঃ মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মোংলা থানায় একটি ডাকাতির মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিষয়টি নজরাধীন রয়েছে।
এ বিষয়ে জানতে মোংলা থানার ওসি (তদন্ত) বিকাশ চন্দ্র ঘোষ বলেন, রাতের বেলা চুরি করতে গিয়ে ৩/৪ জন বাড়ির লোকদের ভয়ভীতি দেখিয়ে টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। বাদী যাবেন অভিযোগ দিবেন আমরা মামলা নিয়ে আসামী ধরার চেষ্টা করবো।
বার্তাকণ্ঠ/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho