প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৫, ৮:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২২, ৬:০৪ পি.এম
রাত পোহালেই ক্ষেতলালে দুই ইউপিতে নির্বাচন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ও তুলসীগঙ্গা দুই ইউনিয়ন পরিষদ নির্বাচন রাত পোহালেই অনুষ্ঠিত হবে। ভোটকে কেন্দ্র করে নির্বাচনী এলাকা গুলোতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ইতোমধ্যে দুই ইউপি'র ভোট কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম।
জানা গেছে, আগামীকাল (০২ নভেম্বর) বুধবার ক্ষেতলাল উপজেলার বড়তারা ও তুলসীগঙ্গা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার দুই ইউপিতে চেয়ারম্যান পদে মোট সাত জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৬ হাজার ২২১ জন। এর মধ্যে বড়তারা ১৭,৬২৮ জন, (পুরুষ ৮,৬৯৭ জন, নারী ৮,৯৩১ জন) ও তুলসীগঙ্গা ৮,৫২৮ জন, (পুরুষ ৪,২৮৮ জন, নারী ৪,৩০৫ জন)। ইউপি দুটিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচনী মাঠে থাকবে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মোবাইল টিম ও স্টাইকিং ফোর্স থাকবে।
ক্ষেতলাল উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার আনিছার রহমান বলেন, আগামীকাল (২ নভেম্বর) বুধবার সকাল ৮ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে উপজেলার বড়তারা ও তুলসীগঙ্গা দুটি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দুই ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এর মধ্যে বড়তারা ইউনিয়নে চেয়ারম্যান পদে তৃতীয় লিঙ্গের একজন প্রার্থী আছেন। পুরুষের তালিকায় তার নাম রয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী প্রেরণ করা হয়েছে।
বার্তাকণ্ঠ/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho