প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৬, ৪:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২২, ৪:২৬ পি.এম
কিশোরগঞ্জে ছাত্রলীগের দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় জেল হত্যা দিবসে ফুল দেওয়া ও আলোচনা সভাকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পৌর সদরের বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় আধাঘণ্টার উপরে চলে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে পাকুন্দিয়া বাজারের আওয়ামী লীগ কার্যালয়ে জেল হত্যা দিবসের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতার ম্যুরালে পুস্পস্তবক অর্পণের জন্য উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি নাজমুল আলমের নেতৃত্বে জড়ো হয় কমিটির সদস্যরা। এ সময় উপজেলা কমিটির পদবঞ্চিতরা নবগঠিত কমিটির নেতা-কর্মীদের ধাওয়া করলে শুরু হয় দুই পক্ষের ধাওয়া-পাল্টা। পরে নবগঠিত উপজেলা কমিটির সদস্যরা পিছু হটে পাকুন্দিয়া বাজার ত্যাগ করেন। এক পর্যায়ে বাজারের উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পুরাতন তালা ভেঙে নতুন তালা ঝুলিয়ে দেয় উপজেলা আওয়ামী লীগ একাংশের নেতা-কর্মীরা।
এ বিষয়ে কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. আল আমিন হোসাইন জানান, জেল হত্যা দিবসে ফুল দেওয়াকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের দু'গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি। পাকুন্দিয়া বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান তিনি।
বার্তাকণ্ঠ/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho