
ময়মনসিংহের নান্দাইলে হাবিবুর রহমান (৫৫) নামের এক বৃদ্ধকে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৪ নভেম্বর) সকাল ১১ টার দিকে তার মরদেহ উদ্ধার করে নান্দাইল মডেল থানা পুলিশ।
নিহত হাবিবুর রহমান নান্দাইল পৌরসদরের পাছপাড়া মহল্লার মৃত নূর হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে এক কৃষক ধানের জমি দেখতে এসে বড়বড়িয়া বিলের মাঝখানে একটি মেহগনি গাছে ঝুলন্ত অবস্থায় একটি মরদেহ দেখতে পান। এ খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন গ্রামের মানুষ সেখানে এসে ভিড় করেন।পরে তারা পুলিশকে অবহিত করলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহতের ছেলে সোহেল বলেন, তার বাবার চাচাতো ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। গতকাল বৃহস্পতিবার রাতে তিনি জমির কাগজপত্র নিয়ে পরামর্শ করার জন্য নান্দাইল সাব-রেজিস্টার অফিসের এক দলিল লেখকের কাছে যান। ওখান থেকেবের হয়ে তিনি আর বাড়িতে ফিরে আসেনি।যেহেতু তিনি মোবাইল চালাতে পারেন না, এরপর রাত থেকে তাকে আত্মীয় স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। সকালে খবর পায় তার বাবার মরদেহ গাছে ঝুলছে। প্রতিপক্ষরা তার বাবাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে বলে তার সন্দেহ।
স্থানীয়রা জানান, হাবিবুর রহমান খুব সহজ সরল স্বভাবের মানুষ ছিলেন। তিনি আত্মহত্যা করতে পারেন, এটা কেউ বিশ্বাস করবে না। তারা সঠিক তদন্ত মাধ্যমে এ হত্যার সুষ্ঠু বিচার চেয়েছেন।
নান্দাইল মডেল থানার এসআই নূরে আলম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পায়, বড়বড়িয়া বিলের মাঝখানে একটি মেহগনি গাছে এক বৃদ্ধের মরদেহ ঝুলছে। এমন খবরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। ধারনা করা হচেছ দৃর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে রেখেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর হত্যার রহস্য জানা যাবে।
বার্তাকণ্ঠ/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho