
মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ পরিহার করি, ফুটবল আনন্দে মাতি,, এই স্লোগানকে সামনে রেখে ঢাকা সিটি কর্পোরেশন ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন এর উদ্যোগে কামরাঙ্গীরচর ক্রীড়া পরিষদ আয়োজন করেছে পঞ্চম বারের মত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২।
আজ শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে কামরাঙ্গীরচর হাসপাতাল মাঠে বর্ণাঢ্য এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক কৃতি ফুটবলার ঢাকা মহানগর আওয়ামীলীগ যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুল গাফফার।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর ফুটবল লিগের কো চেয়ারম্যান মোঃ ইলিয়াস হোসেন, কামরাঙ্গীরচর আওয়ামীলীগের সাবেক সভাপতি আবুল হোসেন সরকার, সাবেক সাধারন সম্পাদক সোলেমান মাতবর, সুলতানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মো: শাহজাহান, ঢাকা দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশন ৫৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো: সাইদুল ইসলাম মাতবর, ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো: মকবৃল হোসেন , ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাদ্দেস হোসেন জাহিদ, ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো: আনোয়ার ইকবাল সান্টু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শেফালী আক্তার সহ স্থানীয় ক্রীড়া সংগঠন, সামাজিক সংগঠন ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ঢাকা সিটি করপোরেশন ৫৬ নম্বর ওয়ার্ড কমিশনার মোঃ হোসেন। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে আজকের এই টুর্নামেন্টের প্রথম দিনে খেলায় অংশগ্রহণ করেন ভৈরব থেকে আসা রাকিব স্পোর্টিং ক্লাব ও কামরাঙ্গীরচরের ইসলামনগর একাদশ ক্লাব । খেলায় রাকিব স্পোর্টিং ক্লাব ৫ - ০ গোলে ইসলাম নগর একাদশকে হারিয়ে জয়লাভ করে। উল্লেখ্য যে, করোনার পর এই প্রথম কামরাঙ্গীরচরের হাসপাতাল মাঠে হাজার হাজার দর্শকের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো । ফুটবল প্রেমীরা বিভিন্ন বাড়ির ছাদ থেকেও খেলা উপভোগ করেন। খেলা পরিচালনা করেন বাফুফে রেফারীবৃন্দ।
বার্তাকণ্ঠ/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho