বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

উল্লাপাড়ায় আলু চাষে ব্যস্ত কৃষকরা

আলু চাষে ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলুচাষিরা। বিভিন্ন জাতের বীজ আলু জমিতে লাগাচ্ছেন। এলাকার হাটগুলোয় মোকামি আলু বীজ বেচাকেনা হচ্ছে। এক কেজি রোমানা বীজ আলু আজ শুক্রবার (৪ নভেম্বর) উল্লাপাড়া হাটে ৩৫ টাকা দরে কেনাবেচা হয়েছে।

উপজেলা কৃষি অফিস সুত্রে এবারের মৌসুমে আলু আবাদের সরকারী লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯৫০ হেক্টর পরিমাণ জমিতে। উপজেলার মোহনপুর ইউনিয়নের মাহমুদপুর , সাতবিলা মাঠে সবচেয়ে বেশী পরিমাণ জমিতে আলু আবাদ করা হয় বলে জানা গেছে। গত কয়েকদিনে উপজেলার বিভিন্ন এলাকায় মাঠে কৃষকেরা আলু আবাদ শুরু করেছেন। সদর উল্লাপাড়া ইউনিয়নের নাগরৌহা গ্রামের মাঠে কৃষক আঃ রাজ্জাক আজ শুক্রবার জমিতে আলু বীজ লাগিয়েছেন। তিনি মোকামি কেনা আলু বীজ জমিতে লাগিয়েছেন। প্রতিবেদককে বলেন তিনি প্রায় এক মাস আগে ৩০ টাকা কেজি দরে বীজ আলু কেনেন।

মোহনপুর ইউনিয়নের উপ সহকারী কৃষি কর্মকর্তা হাদিদুল ইসলাম বলেন- তার ইউনিয়নের মাহমুদপুর ও সাতবিলার কৃষকেরা বিভিন্ন এলাকার কোল্ড ষ্টোরেজে আলু বীজ রেখেছেন। তারা সে বীজ আলু জমিতে লাগাবেন ।

আজ শুক্রবার উল্লাপাড়া হাটে ব্যবসায়ীরা আনা মোকামি আলু বীজ বেশ চাহিদায় কেনাবেচা হয়েছে। হাটে কৃষকদের কাছে সবচেয়ে বেশী চাহিদার এক কেজি রোমানা আলু বীজ ৩৫ টাকা দরে কেনাবেচা হয়েছে। এছাড়া কাঠিলাল , সাইটা বীজ আলু প্রতি কেজি ২৬ থেকে ৩০ টাকা দরে কেনাবেচা হয়েছে। আলু ব্যবসায়ী আব্দুল কাদের জানান তিনি মোকামি আলু বীজ এনে বিক্রি করছেন। কৃষকেরা চাহিদা মাফিক মাফিক বীজ আলু কিনছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমী বলেন- উল্লাপাড়া উপজেলায় বিভিন্ন মাঠে কৃষকেরা বেশী হারে ফলনশীল বিভিন্ন জাতের আলু আবাদ করে থাকেন। এবারের মৌসুমে আবাদ শুরু করেছেন । কৃষি বিভাগ থেকে এর আবাদে সঠিক পরিমাণ রাসায়নিক সার , ভালো বীজ লাগাতে কৃষকদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে।

বার্তাকণ্ঠ/এন

যৌতুকের বলি হলেন শেফালী

উল্লাপাড়ায় আলু চাষে ব্যস্ত কৃষকরা

প্রকাশের সময় : ১০:৩৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২

আলু চাষে ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলুচাষিরা। বিভিন্ন জাতের বীজ আলু জমিতে লাগাচ্ছেন। এলাকার হাটগুলোয় মোকামি আলু বীজ বেচাকেনা হচ্ছে। এক কেজি রোমানা বীজ আলু আজ শুক্রবার (৪ নভেম্বর) উল্লাপাড়া হাটে ৩৫ টাকা দরে কেনাবেচা হয়েছে।

উপজেলা কৃষি অফিস সুত্রে এবারের মৌসুমে আলু আবাদের সরকারী লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯৫০ হেক্টর পরিমাণ জমিতে। উপজেলার মোহনপুর ইউনিয়নের মাহমুদপুর , সাতবিলা মাঠে সবচেয়ে বেশী পরিমাণ জমিতে আলু আবাদ করা হয় বলে জানা গেছে। গত কয়েকদিনে উপজেলার বিভিন্ন এলাকায় মাঠে কৃষকেরা আলু আবাদ শুরু করেছেন। সদর উল্লাপাড়া ইউনিয়নের নাগরৌহা গ্রামের মাঠে কৃষক আঃ রাজ্জাক আজ শুক্রবার জমিতে আলু বীজ লাগিয়েছেন। তিনি মোকামি কেনা আলু বীজ জমিতে লাগিয়েছেন। প্রতিবেদককে বলেন তিনি প্রায় এক মাস আগে ৩০ টাকা কেজি দরে বীজ আলু কেনেন।

মোহনপুর ইউনিয়নের উপ সহকারী কৃষি কর্মকর্তা হাদিদুল ইসলাম বলেন- তার ইউনিয়নের মাহমুদপুর ও সাতবিলার কৃষকেরা বিভিন্ন এলাকার কোল্ড ষ্টোরেজে আলু বীজ রেখেছেন। তারা সে বীজ আলু জমিতে লাগাবেন ।

আজ শুক্রবার উল্লাপাড়া হাটে ব্যবসায়ীরা আনা মোকামি আলু বীজ বেশ চাহিদায় কেনাবেচা হয়েছে। হাটে কৃষকদের কাছে সবচেয়ে বেশী চাহিদার এক কেজি রোমানা আলু বীজ ৩৫ টাকা দরে কেনাবেচা হয়েছে। এছাড়া কাঠিলাল , সাইটা বীজ আলু প্রতি কেজি ২৬ থেকে ৩০ টাকা দরে কেনাবেচা হয়েছে। আলু ব্যবসায়ী আব্দুল কাদের জানান তিনি মোকামি আলু বীজ এনে বিক্রি করছেন। কৃষকেরা চাহিদা মাফিক মাফিক বীজ আলু কিনছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমী বলেন- উল্লাপাড়া উপজেলায় বিভিন্ন মাঠে কৃষকেরা বেশী হারে ফলনশীল বিভিন্ন জাতের আলু আবাদ করে থাকেন। এবারের মৌসুমে আবাদ শুরু করেছেন । কৃষি বিভাগ থেকে এর আবাদে সঠিক পরিমাণ রাসায়নিক সার , ভালো বীজ লাগাতে কৃষকদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে।

বার্তাকণ্ঠ/এন