প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৫, ১০:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২২, ১০:৫৫ এ.এম
বালিয়াকান্দিতে জাতীয় সমবায় দিবস উদযাপন

"বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন"এই প্রতিপাদ্যকে নিয়ে রাজবাড়ী বালিয়াকান্দিতে ৫১তম জাতীয় সমবায় দিবস নানা আয়োজনে উদযাপিত হয়েছে।
শনিবার (৫ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবাবয়ীবৃন্দের আয়োজনে দিবসটি উপলক্ষে প্রথমে পতাকা উত্তোলন ও উপজেলা পরিষদ চত্তর থেকে র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার সভাপতিত্বে বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা সমবায় কর্মকর্তা নজরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন, ভারপ্রাপ্ত যুব-উন্নয়ন কর্মকর্তা খায়রুল ইসলাম, অবঃ প্রাপ্ত সমবায় কর্মকর্তা শান্তিরাম বিশ্বাস, বালিয়াকান্দি সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন, বালিয়াকান্দি কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর সভাপতি মো. ওয়াজেদ আলী, বনলতা সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিঃ এর সভাপতি জনাব আলী, নলিয়া গ্রামীন শেয়ার পটনার বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মো. হাসান আল, সাবেক সভাপতি বালিয়াকান্দি কেন্দীয় সমবায় সমিতি লিঃ আব্দুল মালেক খান, আল আমিন কো অপারেটিভ লিঃ এর সদস্য কামাল হোসেন, প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন সমবায় সমিতির -সমবায়ী নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তরা সমবায় সমিতির বিভিন্ন উন্নয়ন ও সামাজিক কার্যক্রমের কথা তুলে ধরেন এবং সমিতি আধুনিকায়ন করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে ৫টি সমবায় সাংগঠনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বার্তাকণ্ঠ/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho