শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

রাজারহাটে পূর্ব-শত্রুতার জেরে যুবকের পা ভাঙলো প্রতিপক্ষ

কুড়িগ্রামের রাজারহাটে পূর্ব শত্রুতার জের ধরে জাফর আলী (৩৩) নামে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। আঘাতে তার একটি পা ভেঙে যায়। আহত যুবক রংপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় তার মা জাহানারা বেগম বাদী হয়ে আজ মঙ্গলবার রাজারহাট থানায় একটি মামলা দায়ের করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জেলার রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের বারো সুধাই গ্রামের মোঃ জাফর আলীর সাথে একই এলাকার আমিনুল ইসলাম লাল, মাইদুল ইসলাম এবং বেলাল হোসেনের দীর্ঘদিন যাবত পূর্ব শত্রুতা চলছিল। এরই জের ধরে গত ১১ নভেম্বর সকাল ১১টায় বৈরাগীর আখড়া হতে জমি বন্দকের প্রায় ৪ লাখ টাকা নিয়ে যাবার প্রাক্কালে প্রতিপক্ষ হামলে পড়ে জাফর আলীর উপর। কুপিয়ে ও বেধড়ক মারপিট করে পা এবং নাকের হাড় ভেঙ্গে দেয়। পরে এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় আহত ওই যুবককে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতালে পাঠায়।

আহত যুবকের মা জাহানারা বেগম বলেন, আমার ছেলে এখন মৃত্যুর দুয়ারে। সে বেঁচে থাকলেও পঙ্গু হয়ে যাবে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় একটি মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের অভিযান চলছে।

বার্তাকণ্ঠ/এন

রাজারহাটে পূর্ব-শত্রুতার জেরে যুবকের পা ভাঙলো প্রতিপক্ষ

প্রকাশের সময় : ০৫:৫৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২

কুড়িগ্রামের রাজারহাটে পূর্ব শত্রুতার জের ধরে জাফর আলী (৩৩) নামে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। আঘাতে তার একটি পা ভেঙে যায়। আহত যুবক রংপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় তার মা জাহানারা বেগম বাদী হয়ে আজ মঙ্গলবার রাজারহাট থানায় একটি মামলা দায়ের করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জেলার রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের বারো সুধাই গ্রামের মোঃ জাফর আলীর সাথে একই এলাকার আমিনুল ইসলাম লাল, মাইদুল ইসলাম এবং বেলাল হোসেনের দীর্ঘদিন যাবত পূর্ব শত্রুতা চলছিল। এরই জের ধরে গত ১১ নভেম্বর সকাল ১১টায় বৈরাগীর আখড়া হতে জমি বন্দকের প্রায় ৪ লাখ টাকা নিয়ে যাবার প্রাক্কালে প্রতিপক্ষ হামলে পড়ে জাফর আলীর উপর। কুপিয়ে ও বেধড়ক মারপিট করে পা এবং নাকের হাড় ভেঙ্গে দেয়। পরে এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় আহত ওই যুবককে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতালে পাঠায়।

আহত যুবকের মা জাহানারা বেগম বলেন, আমার ছেলে এখন মৃত্যুর দুয়ারে। সে বেঁচে থাকলেও পঙ্গু হয়ে যাবে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় একটি মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের অভিযান চলছে।

বার্তাকণ্ঠ/এন