ফুটবলের কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনাকে ছাড়িয়ে যাওয়ার মোক্ষম সুযোগ লিওলেন মেসির সামনে। রোববার থেকে শুরু হতে যাওয়া কাতার বিশ্বকাপেই ম্যারাডোনাকে ছাড়িয়ে যেতে পারেন মেসি।
ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সব চেয়ে বেশি ম্যাচ খেলেছেন ম্যারাডোনা। চারটি বিশ্বকাপ মিলিয়ে মোট ২১টি ম্যাচ খেলেছেন তিনি।
মেসি চারটি বিশ্বকাপে খেলেছেন ১৯টি ম্যাচ। কাতার বিশ্বকাপে আর মাত্র ৩টি ম্যাচ খেললেই ম্যারাডোনাকে ছাড়িয়ে যাবেন।
শুধু ম্যাচ খেলার দিক থেকেই নয়, বিশ্বকাপে গোল করার দিক থেকেও ম্যারাডোনাকে ছাড়িয়ে যেতে পারেন মেসি।
আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের ২১ ম্যাচে ৮টি গোল করেছেন ফুটবলের কিংবদন্তি ম্যারাডোনা। তাকে ছাড়িয়ে যেতে হলে এবারের বিশ্বকাপে আরও ৩টি গোল করতে হবে মেসিকে। লিওনেল মেসি বিশ্বকাপে ইতোমধ্যে ৬টি গোল করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho