
পরীর একটি স্ট্যাটাসে একেবারে ‘টক অব দ্য টাউনে’ পরিণত হতে শুরু করেছেন শরীফুল রাজ, বিদ্যা সিনহা মীম আর পরী নিজে। হঠাৎ কেন নিজের সংসারের কথা সবাইকে জানানোর জন্য মরিয়া হয়েছিলেন পরী তা এবার স্বয়ং জানিয়েছেন তিনি।
বুধবার (৯ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টায় পরীমনি তার ফেসবুক পেজে একটি লেখা পোস্ট করেন। তাতে স্পষ্ট বোঝা যায়, পরিচালক রায়হান রাফি, বিদ্যা সিনহা মীম আর নিজের স্বামী শরিফুল রাজের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন পরীমনি।
পরীর সেই পোস্টের পর এক দীর্ঘ স্ট্যাটাস দেন বিদ্যা সিনহা মীম। তার ফেসবুক পেজে (১০ নভেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে লেখা সেই স্ট্যাটাসে তিনি জানান, প্রমাণ ছাড়া কোনো মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তাকে নিয়ে করা হলে তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন।
এরপর মীমের সেই পোস্টের পাল্টা জবাব দেন পরী। প্রমাণ হিসেবে অনেক কিছু ফেসবুকে প্রকাশ্যে আনেন তিনি।
সেসব প্রমাণ থেকে জানা যায়, পরীর ওই পোস্টের মূল কারণ হলো মীমের জন্য সে তার স্বামীর কাছ থেকে মোটেও সময় পাচ্ছেন না।
তাছাড়া পরী দাবি করেন, তাদের একমাত্র ছেলে রাজ্যর মাত্র তিন মাস বয়স। তাকে ঠিকমতো দেখাশুনা করছেন না রাজ। একাই সব সামলাতে হয় পরীকে। এর ওপর মধ্যরাতে মীম রাজকে ফোন দিয়ে ঘণ্টার পর ঘণ্টা কথা বলেন যা একেবারেই মেনে নিতে পারছেন না পরী। আর তাতেই ফেসবুকে ক্ষোভ ঝেড়েছেন নায়িকা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho