ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তত্ত¡াবধায়ক প্রকৌশলী আলীমুজ্জামান টুটুলের বিরুদ্ধে প্রলোভন দেখিয়ে ছাত্রীদের সাথে অনৈতিক সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাতে ‘ইবির নিউজ’ ফেসবুক আইডি থেকে এক ছাত্রীর সঙ্গে তার ৬মিনিট ২১ সেকেন্ডের আপত্তিকর ফোনালাপ ফাঁস হয়।
ফোনালাপে ওই ছাত্রীর ছবি চেয়ে টুটুল বলেন, একটা ছবি চাইলাম ছবি পাইলাম না, এই হলো মনের কষ্ট। পরে ওই ছাত্রীকে তিনি বলেন , এখন দুইটা ছবি তুলে দাও, যেমন আছো তেমনভাবে দাও। তোমার সাজগোজের কিচ্ছু করার দরকার নাই। তোমার বন্ধুকে একটা ছবি দিবা ছবি দেখে বন্ধু খুশি হবে। একদম বোরকা মোরকা পড়ে ঢেকেঢুকে এরম ছবি দিলে তো কোনো ই (লাভ) নাই। খুশি করার মত ছবি দাও।
এছাড়া তিনি বলেন, তোমার সাথে কথা হোক বা না হোক তুমি যেদিন বলবা আমি পাস করেছি জব দেন। সেদিন থেকে চেষ্টা করব, ইনশাল্লাহ খুব দ্রæতই দুই মাসের মধ্যে একটা জব দেওয়ার। এ পর্যন্ত ৬-৭ শ জনকে জব দিয়েছি। তুমি জব পাবা যদি আমি বেঁচে থাকি।
ওই আইডি থেকে করা পোস্টে বলা হয়েছে, ছাত্রীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে মোবাইল নাম্বার সংগ্রহ করেন প্রকৌশলী টুটুল। বিশ^বিদ্যালয়ের কিছু প্রশাসনিক ব্যক্তির পৃষ্ঠপোষকতা ও ছত্রছায়ায় তিনি এসব কার্যক্রম পরিচালনা করে আসছেন বলে ওই পোস্টে অভিযোগ করা হয়।
ফোনালাপের বিষয়ে জানতে বিশ^বিদ্যালয়ের সাবেক প্রধান প্রকৌশলী আলীমুজ্জামানা টুটুলের মুঠোফোনে একাধিকবার ফোন দিলে ফোন বন্ধ পাওয়া যায়।
এদিকে কোরআন, জায়নামাজ, তসবিহ, বৃক্ষ বিতরণসহ বিভিন্œ ধরনের আয়োজন করে টুটুল। এগুলোর নাম করে বিশ^বিদ্যালয়ের ছাত্রীদের সাথে প্রেমের সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন বলে অভিযোগ শিক্ষার্থীদের।
অডিও কথোপকথনের বিষয়ে বিশ^বিদ্যালয়ের প্রধান প্রকৌশলী অলিমুজ্জামান টুটুলের সাথে মুঠোফোনে বারংবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে। কিন্তু তিনি ফোন বন্ধ করে রেখেছেন।
উল্লেখ্য, ২০১৩ সালে কুষ্টিয়ার একাধিক ছাত্রীসহ কয়েকজন নারীর সঙ্গে মেলামেশা ও ভিডিওচিত্র ধারণের মামলা হয় টুটুলের বিরুদ্ধে। ওই অভিযোগে তাকে গ্রেপ্তারও করে পুলিশ। পরববর্তীতে তিনি ছাড়া পান।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho