
টাঙ্গাইলের ঘাটাইলে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন রুমা আক্তার (২৫) নামের এক গৃহবধূ। মঙ্গলবার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে ঢাকার একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে তিন সন্তান জন্ম দেন তিনি। নবজাতকদের মধ্যে দুজন ছেলে ও একজন মেয়ে। রুমা আক্তার ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নের কাশতলা দক্ষিণ পাড়া গ্রামের প্রবাসী শরিফ উদ্দিনের স্ত্রী। বর্তমানে নবজাতক ও তাদের মা সুস্থ আছেন।
এ বিষয়ে নবজাতকদের বাবা প্রবাসী শরিফ উদ্দিন বলেন, ‘আল্লাহ আমাকে তিনটি সন্তান একসঙ্গে দান করেছেন। আশা করি দুই ছেলে ও এক মেয়েকে লালন-পালনে কোনো সমস্যা হবে না। আল্লাহ সুস্থ রাখলে পরিবারের সবাই মিলে লালন-পালন করতে পারব।
দিগড় ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন জানান, অস্ত্রোপচারের মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন রুমা আক্তার। বর্তমানে বাচ্চাসহ মা পুরোপুরি শঙ্কামুক্ত। দেশবাসীর কাছে সন্তানদের জন্য দোয়া চেয়েছেন। একসঙ্গে তিন সন্তান হওয়ায় বাবা-মা, দাদা-দাদিসহ স্বজনরাও খুশি। তবে নবজাতক তিন শিশুর এখনো নাম রাখা হয়নি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho