
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) 'বিদেশে উচ্চশিক্ষা' বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগন হরকরা গ্যালারীতে এর আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন 'কাম ফর রোড চাইল্ড' (সিআরসি)।
সংগঠনটির সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিআরসির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের আল কুরআন এ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী। উচ্চশিক্ষা বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জার্মানীর টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখের শিক্ষার্থী কে এম খালিদ সাইফুল্লাহ এবং ইউনিভার্সিটি অব বেইরুথের শিক্ষার্থী ও সিআরসির সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন।
সিআরসির অর্থ সম্পাদক রনি সাহার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সংগঠনটির সাবেক সভাপতি ইমদাদ হোসেন ও ইবনে মনির হোসেন, সংগঠনের উপ-অর্থ সম্পাদক সাইফুদ্দিন ও দপ্তর সম্পাদক হাসিবুর রহমান।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী সেমিনারে অংশগ্রহণ করেন।
সেমিনারে গ্রিন আর্কিটেক্ট ও গ্রিন চাইল্ড'র উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সেমিনারে সাইফুল ইসলাম সিদ্দিকী বলেন, বিশ্ববিদ্যালয় উন্মুক্ত জ্ঞানচর্চা ও গবেষণার জায়গা। এখানে একজন ছাত্র ক্লাসে যতক্ষণ সময় দিবে তার থেকে বেশি সময় দিবে লাইব্রেরিতে। বিশ্ববিদ্যালয়ের থিম হলো একজন ছাত্র একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মানে সে বিশ্বের যেকোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho