প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৫, ১১:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২২, ৪:২১ পি.এম
সাভারে সহকারী কমিশনার (ভূমি)কে ছুরিকাঘাত, ৬ ছিনতাইকারী গ্রেফতার

সাভারের সিঅ্যান্ডবি এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আহতের ঘটনার দুই দিন পর ৬ ছিনতাইকারী গ্রেফতার করেছে পুলিশ। এ সময় গ্রেফতারদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত চারটি সুইচগিয়ার উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।
এর আগে বুধবার (১৬ নভেম্বর) দিবাগত গভীর রাতে সাভারের বিভিন্ন এলাকা থেকে ওই ছয়জনকে আটক করা হয়। পরে ছিনতাই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হয়।
গ্রেফতার আসামিরা হলেন- গোপালগঞ্জের মুকসুদপুর থানার বাজুন্দি গ্রামের মৃত মালেক ফকিরের ছেলে রাসেল ফকির (২০), কিশোরগঞ্জের ভৈরব থানার গজারিয়া বাজার গ্রামের ছাত্তারের ছেলে মো. নাঈম (২০), ঢাকার পশ্চিম ভাষানটেক এলাকার মো. কামালের ছেলে মো. কামরুল হাসান (২২), মানিকগঞ্জের সাটুরিয়া থানার তিল্লিচর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সজীব আহমেদ (২০), পাবনার বেড়া থানার ছোট পায়না গ্রামের মো. দুলালের ছেলে মো. আরমান (২১) এবং মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার খালশি গ্রামের আজিম উদ্দিনের ছেলে গোলাম মোস্তফা (২৫)। তারা সবাই অস্থায়ীভাবে সাভারের বিভিন্ন এলাকায় বসবাস করত।
পুলিশ সুপার জানান, গত ১৪ নভেম্বর গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার এসিল্যান্ড আবু বক্কর সিদ্দিকী। এ সময় ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে তার মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে সেখানেই চিকিৎসাধীন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho