
খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদের উদ্যোগে যশোরে বিভাগীয় উলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় যশোর সদর উপজেলার সতীঘাটা আশরাফুল মাদ্রাসার ময়দানে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি আল্লামা মাহমুদুল হাসান বলেন, কওমি শিক্ষার মুরব্বিরা ও সরকার যৌথভাবে কওমি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। সেটাকে মূল ভিত্তি করে শিক্ষার যথাযথ মান রক্ষা করতে হবে। একই সাথে শিক্ষার্থীদের বিশ্বমানের হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, অভিভাবকরা তাদের সন্তানদের আমাদের উপর ছেড়ে দিয়েছেন। তাদের দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা, সমাজ ও রাষ্ট্রের মূল স্রোতে থাকার উপযোগী শিক্ষায় শিক্ষিত করতে হবে।
খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদের সভাপতি মাওলানা মুস্তাক আহমাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারতের শাহী মুরাদাবাদ মাদ্রাসার মুহতামিম আল্লামা সায়্যদি আশহাদ রশিদী, প্রধান আলোচক ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব আল্লামা মাহফুজুল হক। এছাড়া খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদের মহাসচিব মাওলানা নাসিরুল্লাহসহ পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সম্মেলনে ১০ জেলার কওমি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে ১০টি শ্রেষ্ঠ কওমি মাদ্রাসাকে পুরস্কৃত করা হয়।#
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho