
কাতার বিশ্বকাপে ফুটবলের লড়াই এখন চরমে। প্রতি ম্যাচেই তৈরি হচ্ছে টানটান উত্তেজনা। বিশ্বকাপে ‘এফ’ গ্রুপের প্রথম ম্যাচে আজ মুখোমুখি মরক্কো-ক্রোয়েশিয়া। প্রথমার্ধে কোনো দলই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি।
প্রথমার্ধের শেষ মুহূর্তে এসে ক্রোয়েশিয়ার বোর্না সোসার বানিয়ে দেওয়া বলটি জালে ঢোকাতে ব্যর্থ হন নিকোলা ভ্লাসিচ। অবশ্য নিকোলাকে সেভাবে দোষ দেওয়া যায় না। কারণ দুর্দান্তভাবে গোলটি সেভ করেন মরক্কোর গোলরক্ষক ইউসুফ আন-নাসিরি। সে যাত্রায় বেঁচে যায় মরক্কো।
প্রথম ৪৫ মিনিটের খেলার ৫৯ শতাংশ সময় বল দখলে রাখে ক্রোয়েশিয়া, ৪১ শতাংশ মরক্কো। ক্রোয়েশিয়া পায় দুটি কর্নার কিকের সুযোগ।
২০১৮ সালের রানার্সআপ ক্রোয়েশিয়ার পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ফর্মে থাকা মরক্কো। তবে প্রথমার্ধে সেরকম খেলতে দেখা যায়নি তাদের। আজ দ্বিতীয়বারের মতো মুখোমুখি হয়েছে মরক্কো-ক্রোয়েশিয়া। এর আগে প্রথম দেখায় ১৯৯৬ সালে জয় পেয়েছিল ক্রোয়েশিয়া।
মরক্কো একাদশ : ইয়াসিন বুনু, রোমান সেইস, নায়েফ আগুয়ার্ড, নুসাইর মাজরাউয়ি, আশরাফ হাকিমি, সেলিম আমাল্লাহ, সোফিয়ান আম্রাবাত, আজ্জেদিন ওউনাহি, ইউসুফ আন-নাসিরি, সোফিয়ানে বুফাল, হাকিম জিয়েচ।
ক্রোয়েশিয়া একাদশ: ডোমিনিক লিভাকোভিচ, জোসকো গাভারডিওল, ডিয়ান লোভরেন, বোর্না সোসা, জোসিপ জুরানোভিচ, মার্সেলো ব্রোজোভিচ, মাতেও কোভাচিচ, লুকা মদরিচ, আন্দ্রে ক্রামারিচ, ইভান পেরিসিস, নিকোলা ভ্লাসিচ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho